1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুলসন-এর নিয়োগ নিয়ে দুঃখিত ক্যামেরন

২০ জুলাই ২০১১

ব্রিটিশ ট্যাবলয়েডের ফোনে আড়িপাতা নিয়ে এবার বিপাকে খোদ সেদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ বুধবার ব্রিটেনের সংসদের এক জরুরি সভায় ক্যামেরন ফোনে আড়িপাতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন৷

https://p.dw.com/p/120JF
epa02832993 A video grabbed image showing British Prime Minister David Cameron (C) making a statement on phone hacking in the House of Commons, London, 20 July 2011. David Cameron faced questions from lawmakers over his party_s links with Rupert Murdoch_s media empire and phone-hacking suspects. Cameron cut short a trip to Africa to return early to Britain, after it emerged that Neil Wallis, a former News of the World deputy editor who has been arrested over the phone-hacking scandal, had been giving 'informal' advice to his own press advisor. That advisor, Andy Coulson, was himself a former News of the World editor, and was forced to resign from both that job and as Cameron_s head of communications over the affair. EPA/PRESS ASSOCIATION UK and Republic of Ireland Out, no commercial sales +++(c) dpa - Bildfunk+++
সংসদে ডেভিড ক্যামেরনছবি: picture alliance/dpa

সংসদে ক্যামেরন

ব্রিটেনের নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড পত্রিকার ফোনে আড়িপাতা কেলেঙ্কারি ক্রমশই ডালপালা ছড়াচ্ছে৷ বুধবার এই বিষয়ে সাংসদদের মুখোমুখি হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ পত্রিকাটির সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে নিজের মিডিয়া উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য দুঃখ প্রকাশ করেন ক্যামেরন৷ এই নিয়োগের ফলে সৃষ্ট জটিলতার দায় স্বীকার করে তিনি বলেন, অবশ্যই আমি অনুতপ্ত৷ এবং এর ফলে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত৷ বলা বাহুল্য, ফোনে আড়িপাতা কেলেঙ্কারির কারণে কুলসন গত জানুয়ারিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টার পদ থেকে সরে যান৷ সেই কেলেঙ্কারির দায়ে চলতি মাসে তাকে গ্রেপ্তারও করা হয়েছে৷ কুলসন-এর সঙ্গে ক্যামেরন-এর সম্পর্ক নিয়ে এখন বেশ সরব ব্রিটেনের গণমাধ্যম৷ প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর পূর্বসূরি গর্ডন ব্রাউন এবং টোনি ব্লেয়ারের সঙ্গে নিউজ কর্পোরেশনের মালিক রুপার্ট মার্ডক'এর আরো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷

epa02828323 (FILES) A file photo dated 10 July 2011 showing Rebekah Brooks, then chief executive of News International (R) walking into a hotel with Rupert Murdoch (L) Chairman of News Corporation in London . According to news reports on 17 July 2011, Brooks has been arrested by Metropolitan Police as part of phone hack investigation. EPA/FACUNDO ARRIZABALAGA
রুপার্ট মার্ডক এবং রেবেকা ব্রুকসছবি: picture alliance/dpa

বিরোধী দলের প্রতিক্রিয়া

লেবার পার্টির সাংসদ এডওয়ার্ড মিলিব্যান্ড মিডিয়া উপদেষ্টা হিসেবে কুলসন-এর নিয়োগকে প্রধানমন্ত্রীর ‘বিবেচনায় এক মারাত্মক ভুল' হিসেবে আখ্যা দিয়েছেন৷ তিনি বলেন, এটা প্রত্যাশা করা ব্রিটেনের জনগণের অধিকারের মধ্যে পড়ে যে, নিজেকে এবং নিজের কার্যালয় সুরক্ষায় অ্যান্ডি কুলসন সম্পর্কে সবকিছু জানা প্রধানমন্ত্রীর উচিত ছিল৷

ব্রিটেনের মিডিয়া মার্কেট

নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেছে দশদিন হলো৷ ইতিমধ্যে দ্য সানডে মিরর ট্যাবলয়েড-এর বিক্রি বেড়েছে পঞ্চাশ শতাংশ৷ ধারণা করা হচ্ছে, এই গ্রাহকদের একটি বড় অংশই নিউজ এর পাঠক ছিলেন৷ কানতারা মিডিয়া ব্রিটেনের হাজারখানেকের বেশি পাঠকের উপর একটি জরিপ পরিচালনা করেছে৷ এতে দেখা যাচ্ছে, আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মেইল-এর রবিবারের সংস্করণের চাহিদাও বেড়েছে ৩৮ শতাংশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক