1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানা খুন

১৮ নভেম্বর ২০১০

বুধবার ঈদের কারণে বৃহস্পতিবার অধিকাংশ গণমাধ্যমই প্রকাশ হয়নি৷ তবে, একাধিক অনলাইন পত্রিকা এবং শীর্ষ দৈনিকগুলো ইন্টারনেট সংস্করণে নিয়মিত সংবাদ পরিবেশন করেছে৷

https://p.dw.com/p/QCDq
বখাটেদের উৎপাতে বিপাকে মেয়েরা (প্রতীকী ছবি)ছবি: Fotolia/Arman Zhenikeyev

ঈদ উদযাপন

‘আনন্দে উৎসবে ঈদ উদযাপন' - শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ আনন্দ-উৎসব আর যথাযথ ভাব-গম্ভীর্যের ভেতর দিয়ে বুধবার সারা দেশে ঈদ উদযাপিত হয়৷ এইদিন রাজধানীকে সাজানো হয় বর্ণিল সাজে৷ ঢাকার ৩৬১টি স্থানে ঈদের জামাতে অংশ নেন লাখো মানুষ৷ একই বিষয়ে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার জানাচ্ছে, ‘ঈদুল আযহা উদযাপিত হলো'৷ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর কথায়, বঙ্গভবনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা৷

খালেদা জিয়া ‘বাস্তুহারা'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘নিজেকে বাস্তুহারা বললেন খালেদা'৷ বুধবার দুপুরে ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া৷ এসময় তিনি বলেন, ‘‘আমার জন্য আপনারা দোয়া করবেন৷ আমি আজ বাস্তুহারা৷'' একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘ঈদের পর কঠোর আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান খালেদার'৷ এদিকে ঈদের দিন বিরোধী নেত্রী দাবি করেছেন, ‘‘গত দু'বছরে বর্তমান সরকার দেশবাসীর দুর্ভোগ বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারেনি''৷

সড়ক দুর্ঘটনা

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম, ‘কুমিল্লা, নরসিংদী, দিনাজপুর, মাগুরা, সাভার, রাজশাহী, বরিশাল ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭'৷ এসব এলাকায় দুর্ঘটনায় আহতের সংখ্যা ২৮৷ তবে, শুধুমাত্র কুমিল্লাতেই পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন, জানাচ্ছে দৈনিক প্রথম আলো৷

বখাটেদের হাতে নানা খুন

‘নাতনীকে উত্ত্যক্তের প্রতিবাদ, এবার কুড়িগ্রামে জীবন দিলেন নানা' - দেশ টিভি'র শিরোনাম এটি৷ কুড়িগ্রামে এক কিশোরীকে বাড়ির পাশেই উত্ত্যক্ত করছিল বখাটেরা৷ এসময় কিশোরীর নানা বখাটেদের বাধা দেন৷ এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা ও রিপন নামের দুই বখাটে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং গলাটিপে শ্বাসরোধ করে মেরে ফেলে৷ ঈদের সকালের এই ঘটনায় মোস্তফা'র বাবাকে আটক করেছে পুলিশ৷ তবে, ঘাতকরা পলাতক৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার