1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিউবার বাতাসে সংস্কারের হাওয়া

১৭ এপ্রিল ২০১১

সোভিয়েত আমলের কম্যুনিজম ছেড়ে নতুন ধরণের অর্থ ব্যবস্থার দিকে ঝুঁকতে যাচ্ছে কিউবা৷ অর্থ ব্যবস্থার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও সংস্কার আনার ইঙ্গিত দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো৷

https://p.dw.com/p/10v5C
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোছবি: AP

প্রশাসনে সংস্কার

দীর্ঘ ১৪ বছর পর কিউবার কমিউনিস্ট পার্টির যে সম্মেলন হচ্ছে তাতে অংশ নিচ্ছেন দলের এক হাজার গুরুত্বপূর্ণ সদস্য৷ এই সম্মেলনে শনিবার বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো৷ তিনি জানান, কিউবার প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ প্রশাসনিক পদে কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না৷ প্রতি মেয়াদের সময়সীমা হচ্ছে পাঁচ বছর অর্থাৎ দশ বছরের বেশি কোন নেতা নিজের পদ ধরে রাখতে পারবেন না৷ উল্লেখ্য, বিগত ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর দেশটিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন ফিদেল কাস্ত্রো৷ গত ২০০৮ সালে ফিদেলের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাঁরই ছোট ভাই ৭৯ বছর বয়সী রাউল কাস্ত্রো৷ তাঁর আগ পর্যন্ত তিনি সাড়ে চার দশকেরও বেশি সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন৷ তাই তাঁর এই ঘোষণাই সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে৷ এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিগত সময়গুলোত নতুন নেতৃত্ব তৈরির কোন সুযোগ না দিয়ে ভুল হয়েছে৷ কাস্ত্রোর ভাষায়, ‘‘এটা লজ্জাজনক যে গত অর্ধ শতাব্দী ধরে এই সমস্যার সমাধান আমরা করতে পারি নি৷'' তিনি আরও জানিয়েছেন, নতুন এই প্রস্তাব তাঁর নিজের বেলাতেও কার্যকর হবে৷

Noch eine Rede
কিউবার নেতা ফিদেল কাস্ত্রোছবি: AP

অর্থনৈতিক সংস্কার

কিউবার কমিউনিস্ট পার্টির এই সম্মেলনে অর্থনৈতিক বেশ কিছু সংস্কার প্রস্তাব তোলা হয়েছে, যা গত বছর থেকেই আলোচিত হয়ে আসছে৷ কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বুঝিয়ে দিয়েছেন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারই সব দিয়ে যাবে প্রচলিত সমাজতান্ত্রিক এই পদ্ধতি আর থাকছে না৷ সম্মেলনে ৩১১টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে বহুদিনের প্রচলিত রেশনিং পদ্ধতি বাতিল, সরকারি জনবলের ২০ শতাংশ হ্রাস, বিদেশী বিনিয়োগের সুযোগ তৈরি ইত্যাদি৷ তবে ব্যক্তি পর্যায়ে সম্পদ জমা রাখার কোন সুযোগ দেওয়া হচ্ছে না৷

ক্ষমতায় থাকবে কমিউনিস্ট পার্টি

রাউল কাস্ত্রো স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, কিউবার ক্ষমতায় একমাত্র কমিউনিস্ট পার্টিই থাকবে৷ তবে চলতি সম্মেলনে পার্টির নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে ফিদেল কাস্ত্রোকে যিনি দীর্ঘ পাঁচ দশক ধরে প্রধান পদে আসীন রয়েছেন৷ সেই জায়গাটিতে রাউল কাস্ত্রোই আসছেন, প্রায় নিশ্চিত৷ উল্লেখ্য, এবারের সম্মেলনে অনুপস্থিত রয়েছেন ফিদেল কাস্ত্রো৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য