1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

২ জুন ২০১৪

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে কার্বন নির্গমন কমানোয় বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন ওবামা৷ কিন্তু রিপাবলিকানদের বাধার মুখে তা সম্ভব হয়নি৷ এবার তাঁর নেতৃত্বে আগের তুলনায় এক তৃতীয়াংশ বেশি কার্বন নিঃসরণ কমানোর পথে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/1CAQo
US-Präsident Barack Obama in Georgetown
ছবি: Getty Images

যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবারই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওবামা সরকারের এমন সাহসী উদ্যোগের বিষয়টি প্রকাশ করা হবে৷ বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত কঠোর নীতি অবলম্বনের সিদ্ধান্ত প্রকাশ করবে পরিবেশ সংরক্ষণ সংস্থা, ইপিএ৷

শনিবার যুক্তরাষ্ট্রের বেতারে প্রচারিত এক ভাষণে উষ্ণায়নের ফলে বিশ্ব যে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেন বারাক ওবামা৷ তিনি বলেন, কোনো পরিবর্তনই রাতারাতি সম্ভব নয়, পরিবর্তন আনতে হলে বিছু কঠোর পদক্ষেপও নিতে হয়৷

তবে ইপিএ-র প্রতিবেদনে কী কী থাকতে পারে সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমস বিস্তারিত কিছু বলেনি৷ প্রতিবেদনে শুধু বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য এখন থেকে কঠোর নীতিমালা অবলম্বন করবে যুক্তরাষ্ট্র৷ ২০০৫ সাল পর্যন্ত যে মাত্রা স্থির করা হয়েছিল, পরবর্তী ১৫ বছরে তার চেয়ে এক তৃতীয়াংশ বেশি হারে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করবে যুক্তরাষ্ট্র৷

বারাক ওবামা প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমানোয় আরো কঠোর নীতি অবলম্বনের চেষ্টা করে আসছেন৷ কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার মুখে তা এতদিন সফল হয়নি৷ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় দফা নির্বাচিত হওয়ার পর সম্ভবত এ উদ্যোগে সফল হতে চলেছেন৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য