1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের পর দুর্নীতিবাজদের বিচার : সোনিয়া গান্ধী

১৯ আগস্ট ২০১০

আগামী অক্টোবরে নতুনদিল্লিতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস৷ কমনওয়লেথ গেমসের আয়োজন নিয়ে যখন নানা সমালোচনা উঠেছে খোদ ভারতে, তখন এ নিয়ে কথা বললেন সেনিয়া গান্ধী৷

https://p.dw.com/p/OrQL
ছবি: UNI

নানা দুর্নীতি আর কমনওয়েলথ আয়োজনে ব্যবস্থাপনা কমিটিগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে আগেই৷ এই কারণে গেল তিন চারদিন আগে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নিজে দায়িত্ব নিয়ে নেন কমিটিগুলোর৷ কিন্তু এরপরেও, কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না৷

এই পর্যায়ে আজই রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানালো, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছেন যে, কমনওয়েলথ গেমসের বিভিন্ন অবকাঠামো নির্মান এবং অন্যান্য কাজে দুর্নীতি সহ্য করা হবে না৷ তবে তিনি বলছেন, এখন কাজের সময়, কাজ করুন৷ দ্রুত সব আয়োজন চূড়ান্ত করুন৷ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাহলে কি এখনই ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে সোনিয়া গান্ধীর মত, তদন্ত, মামলা, বিচার- যা হবার তার সবই হবে, তবে তা এখন নয়, হবে গেমস শেষ হবার পর৷ তিনি বলেন, এখন সকলকে এক হয়ে কাজ করে গেমস-এর আসরকে সফল করে তুলতে হবে৷ আর এ জন্য সময় নষ্ট করার কোন সময় নেই বলে জানিয়েছেন সোনিয়া৷

এদিকে, এই গেমসে অংশ নেবার জন্য বিভিন্ন দেশ ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করে দিয়েছে৷ এবারই এ আসরে প্রথমবারের মত সংযুক্ত হচ্ছে টেনিস প্রতিযোগিতা৷ তাই বলেই রাখা যায় যে, এতে অংশ নিচ্ছেন এই কিছুদিন আগে বিয়ের পীড়িতে বসা টেনিস তারকা সানিয়া মির্জা৷ তবে যে দেশটিতে অন্যতম জনপ্রিয় খেলা টেনিস, সেই অষ্ট্রেলিয়ার টেনিস ফেডারেশন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেত শীর্ষ খেলোয়াড় লেটন হিউইট এবং সামান্থা স্টসার প্রথমবারের মত কমনওয়েলথে অন্তর্ভূক্ত হওয়া এই ইভেন্টে অংশ নিতে পারছেন না৷

অবশ্য তাঁদের পরিবর্তে ১২১ এবং ৬২ ব়্যাঙ্কধারী ডেভিস কাপে নিয়মিত অংশগ্রহণকারী পিটার লুকজাক এবং আনাসটাসিয়া রোডিওনোভা নতুনদিল্লিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন৷ কিন্তু হিউইট এবং স্টসার কমনওয়েলথে কেন খেলতে আসছেন না? এই প্রশ্নের উত্তরে অস্ট্রেলীয় মিডিয়ার খবর, ব়্যাঙ্কিং ইভেন্টে ব্যস্ত থাকাই হচ্ছে মূল কারণ৷ ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত যখন নতুনদিল্লিতে কমনওয়েলথ গেমসের আসর বসবে, তখনই জাপান এবং চীন সফরে ব্যস্ত থাকবেন বিশ্বের শীর্ষ টেনিস তারকারা৷ এ কারণেই নতুনদিল্লির টেনিস ইভেন্টটি অনেকটাই আকর্ষণহীন হয়ে পড়বে বলে অনেকের আশঙ্কা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ