1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যালেরিয়ার ঝুঁকি

২৬ এপ্রিল ২০১২

ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ার কোনো ঘটনা এখনো বাংলাদেশে পাওয়া যায় নি৷ তবে, লাওস, কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ওষুধ প্রতিরোধী ম্যালেরিয়ার প্রকোপ থাকায় বাংলাদেশও এই ঝুঁকির মধ্যে রয়েছে৷

https://p.dw.com/p/14koI
ছবি: Fotolia/Kletr

বুধবার ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান বাংলাদেশ রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক এবং জাতীয় ম্যালেরিয়া কর্মসূচির প্রধান অধ্যাপক ডাক্তার বে-নজির আহমেদ৷

তিনি জানান, ‘‘বাংলাদেশে এখন মোট ১৩ টি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক পর্যায়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো৷ বাংলাদেশের ম্যালেরিয়া রোগীদের মোট ৮৫ ভাগই এই এলাকার মানুষ৷ তবে, এসব রোগীদের মাঝে এখনো ওষুধ-প্রতিরোধী কোনো ম্যালেরিয়ার লক্ষণ পাওয়া যায় নি৷''

Malaria Impfung Afrika Kenia
ছবি: AP

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত তথ্যে গত মঙ্গলবার জানানো হয়েছে, ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে৷ ফলে, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গত এক দশকে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যে সাফল্য এসেছে সেটিও পড়েছে হুমকির মুখে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, মিয়ানমারের প্রায় চার কোটি মানুষ বসবাস করছে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায়৷ শুধু তাই নয়, সেখানে ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ারও প্রকোপ দেখা যাচ্ছে৷

মিয়ানমারের সাথে সীমানা সম্পর্কিত দেশ হওয়ায় চীন, ভারত ও থাইল্যান্ডও রয়েছে বেশ ঝুঁকিতে৷ এছাড়া কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামেও ইতোমধ্যেই ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে৷

মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ থাকায় বাংলাদেশও ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন ডা. বে-নজির আহমেদ৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য