1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমসে খেলোয়াড় যত, সাংবাদিক প্রায় তত!

১২ নভেম্বর ২০১০

চীনা শহর গোয়াংজুতে এশিয়ান গেমসের চোখ ধাঁধানো উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো৷ সেখানে উপস্থিত ছিলেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও, অলিম্পিক কমিটির প্রেসিডেন্টসহ আরও অনেকে৷

https://p.dw.com/p/Q7CF
শুরু হয়ে গেল এশিয়ান গেমস

গোয়াংডং প্রদেশের রাজধানী গোয়াংজুর পার্ল নদীর ওপর অবস্থিত হাইজিনশা দ্বীপে পানির কারুকাজ দিয়ে বিশ্ববাসীকে মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে চীনারা৷ এবারের আসরটিতে এশিয়ার ৪৫টি এশিয় দেশের প্রায় ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন৷ তারা ৪২টি ইভেন্টে ৪৭৬টি স্বর্ণ পদকের জন্য লড়বেন৷ তবে মজার ব্যাপার হলো, এবারের এই আয়োজনের সংবাদ পৌঁছে দেবার জন্য অ্যাথলিটদের প্রায় সমান সংখ্যাক সাংবাদিক, চায়না ডেইলির মতে ১০ হাজার সাংবাদিক, গোয়াংজুতে হাজির হয়েছেন৷ গেমসটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত৷

উৎসব কমিটির পরিচালক হে জাইকিং বৃহস্পতিবারই অবশ্য বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি হবে চীনের সংস্কৃতি, এশিয়া ও ক্রীড়াকে ঘিরে৷ পুরো অনুষ্ঠানটির ক্ষেত্রে পার্ল নদীকে ব্যবহার করা হবে মঞ্চ হিসেবে৷ আর তাতে পুরো গোয়াংজু শহরের ভূমিকা থাকবে ব্যাকগ্রাউন্ডের৷ চীনের তিনটি বড় শহরের অন্যতম গোয়াংজুর উপর দিয়েই বয়ে গেছে পার্ল নদী৷ সেই কথারই বাস্তবায়ন হলো আজ৷ মনোমুগ্ধকর আয়োজন৷

বাংলাদেশ দল ইতোমধ্যে গোয়াংজু পৌঁছে গেছে৷ পৌঁছে গেছে ভারতীয় দলও৷ বাংলাদেশের ৫৩ জন নারী খেলোয়াড়সহ ১৫২ জন ক্রীড়াবিদ ক্রীড়া আসরের ১৬টি ইভেন্টে অংশ নেবেন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক