1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ভেনিস বিয়েনালেতে বাংলাদেশ

১২ মার্চ ২০১১

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন ভালো কাজকে এগিয়ে নেয়া যায়৷ সেটাই আবার প্রমাণ করলেন বাংলাদেশের চিত্রশিল্পীরা৷ নবীন-প্রবীণ শিল্পীদের চেষ্টায় এবার প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে ইটালির বিখ্যাত ভেনিস চিত্র উৎসবে৷

https://p.dw.com/p/10Xzo
artwork, Liam, Gillick, display, German, pavillon, Venice, Biennale, International, Art, Exhibition, Venice, Italy. নান্দনিক, শিল্পকর্ম, ভেনিস, বিয়েনালে
এমনই সব নান্দনিক শিল্পকর্ম নিয়ে শুরু হতে যাচ্ছে ভেনিস বিয়েনালেছবি: picture-alliance/ dpa

এ বছরের জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই প্রদর্শনী৷ চলবে টানা ছয় মাস৷ বাংলাদেশ থেকে ইটালি, সুদূরের দেশ৷ তাছাড়া অন্যান্য খরচ তো আছেই৷ তাই বলে কি বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন না সেই প্রদর্শনীতে! তা তো হতে পারে না৷ তাই দেশের আঁকিয়েরা কিছুদিন আগে আয়োজন করেন এক প্রদর্শনী৷ শুভেচ্ছা প্রদর্শনীর দুই কারণের আরেকটি হলো শিল্পী নির্বাচন করা৷ সেই সঙ্গে তহবিল তৈরি করা তো ছিলই৷

আগে কেন এই ভেনিস বিয়েনালেতে বাংলাদেশ অংশ নেয়নি? উত্তরে এই প্রদর্শনীর আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভিমত, ব্যয়বহুল খরচ! তাই গত মাসে বেঙ্গল ফাউন্ডেশন ও ইটালিয়ান অ্যাম্বাসির সহযোগিতায় দেশের ৮৪ জন শিল্পী অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে৷ এতে ১৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়৷

এরপর সব ঠিকঠাক৷ সেই প্রদর্শনীতে বাংলাদেশের ৫ জন তরুণ শিল্পীর স্থাপনাশিল্প প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ভেনিস বিয়েনালের জন্য৷ শিল্পীরা হলেন মাহবুবুর রহমান, কবির আহমেদ মাসুম চিশতি, ইমরান হোসেন পিপলু, প্রমথেশ দাস পুলক এবং তৈয়েবা বেগম লিপি৷ তাদের শিল্পকর্ম ভেনিস বিয়েনালের উদ্দেশ্যে পাঠাবার প্রাক্কালে গতকাল শুক্রবার থেকে বেঙ্গল আর্ট গ্যালারিতে দুই দিনব্যাপী বিশেষ প্রিভিউ শো শুরু হয়েছে৷

১৮৯৫ সালে ভেনিস বিয়েনালের সূচনা হলেও এবার ভেনিস বিয়েনালের ৫৪ তম আসর৷ আন্তর্জাতিক শিল্পাঙ্গনে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ প্রদর্শনী৷ আশা করা হচ্ছে, এই বিয়েনালেতে প্রায় চার লাখ দর্শক আসবেন৷ ২০০৯ সালে অনুষ্ঠিত শেষ প্রদর্শনীতে পৃথিবীর ৭৭টি দেশ অংশগ্রহণ করে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই