1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার বাতিলের দলে রোনাল্ডো

৬ এপ্রিল ২০০৯

উয়েফা চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের আগে রোনাল্ডো নয়, এবার বায়ার্ন মিউনিখ দলের ফ্রাংক রিবেরির দিকে নজর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের৷ যদিও এই সিদ্ধান্তের মূলে রয়েছে রোনাল্ডোর নিজ ভূমিকাই৷

https://p.dw.com/p/HRM4
ক্রিস্টিয়ানো রোনাল্ডোছবি: AP

ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি খুব শিগগিরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চলেছেন৷ আর এর জন্য রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রোনাল্ডো প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড পেতে চলেছেন বলে জানিয়েছেন তারা৷

এদিকে, ফ্রাংক রিবেরি জার্মানির বায়ার্ন মিউনিখ তো বটেই, ফ্রান্সেরও এক নম্বর তারকা৷ কিন্তু, সম্প্রতি রিবেরি অ্যাডিডাস নয়, চুক্তি করেছেন নাইকির সঙ্গে৷ অথচ অ্যাডিডাস বায়ার্নের অফিশিয়াল স্পন্সর হলেও, নাইকি কিন্তু মূলত ম্যাঞ্চেস্টার এবং বার্সেলোনার স্পন্সর৷ আর তাতেই এতো জল্পনা-কল্পনা !

অন্যদিকে, প্রিমিয়ার লিগ টেবিলে এ মুহূর্তে শীর্ষে আছে লিভারপুল৷ তারা মোট ৩১-টি ম্যাচে ৬৭ পয়েন্ট পেয়েছে৷ বহুদিন পর নিজেদের শীর্ষস্থান হারিয়ে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দু-নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ আর তৃতীয় স্থানে আছে চেলসি৷ তারা ৩১-টি ম্যাচে মোট ৬৪ পয়েন্ট পেয়েছে৷


প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক