1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাছ-গাছালি নিয়ে টানাটানি

১৬ এপ্রিল ২০১৩

বই, ডিভিডি আরো অনেক কিছু নিয়েই হয়ত পাইরেসির কথা শুনেছেন৷ কিন্তু গাছ-গাছালি নিয়ে? তা-ও চলছে হরদম৷ বন্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে৷ আদিবাসীরা বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণও পেতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কাছ থেকে৷

https://p.dw.com/p/18GZV

গাছ-গাছালির শেকড়, লতাপাতা দিয়ে ভেষজ ওষুধ হয়, তা সেবন করলে শত রকমের রোগ দূরে থাকে, নিরাময়ও হয়৷ তাই গাছপালার দিকে আধুনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও নজর পড়েছে বহুদিন আগে৷ ইদানীং গাছের কাছে হাত পাতার প্রবণতা বেড়েছে অনেক৷ বড় বড় কোম্পানিগুলো অবশ্য স্বত্ব কিনেই এসব করে৷ তারপরও সমস্যা৷ বাধাও আসছে৷ অনেক দেশ থেকে অনেক দৃষ্টান্তই তুলে ধরা যায়৷ যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের দুই ভারতীয় গবেষক কাটা ঘায়ের ওষুধ তৈরিতে হলুদ ব্যবহারের পেটেন্ট পেয়েছিল ১৯৯৫ সালে৷

ভারতের দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়্যাল রিসার্চ এ নিয়ে মামলা করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসের বিরুদ্ধে৷ খুব প্রাচীন পুঁথি-পত্র ঘেঁটে দেখানো হয়েছে এ উপমহাদেশে একই রোগে বহু আগে থেকেই হলুদ ব্যবহার করা হয়৷ তো মামলার ফলও হয়েছে৷ হলুদ নিয়ে টানাটানি বন্ধ করতে এ সংক্রান্ত সব পেটেন্টই প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস৷ না করলে ক্ষতিপূরণ গুনতে হতো মোটা অঙ্কের৷ সেটা কে চায়, বলুন?

ব়্যাচেল বেগ/এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য