1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নিজেও ভাবিনি’

আশীষ চক্রবর্ত্তী৯ নভেম্বর ২০১২

কোনো প্রতিযোগিতায় অংশ নেননি অনেকদিন৷ দাবায় ফিরেছেন কিছুদিন আগে, ফিরেই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন! গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বললেন, এতটা নিজেও নাকি ভাবেননি৷

https://p.dw.com/p/16fly
ছবি: E. Hossain

দাবা ফেডারেশন থেকে অযোগ্য, অসৎ কর্মকর্তাদের অপসারণ এবং বিশৃঙ্খলা দূর করার দাবিতে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টাররা দীর্ঘদিন কোনো প্রতিযোগিতায় অংশ নেননি৷ নতুন নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা বদলানোয় দাবায় ফিরেছেন তাঁরা৷ সেই সুবাদে স্বস্তি ফিরেছে বাংলাদেশের দাবা অঙ্গনে৷ ফিরেই তাঁরা রাতারাতি বড় বড় সাফল্য পেয়ে যাবেন এ আশা কারোই করার কথা নয়৷ দীর্ঘদিন পর প্রতিযোগিতায় ফেরায় গ্র্যান্ডমাস্টারদের গড়পড়তা পারফরমেন্সেই হয়তো খুশি হতেন সবাই৷ কিন্তু তাঁদের ফেরাটা হয়েছে দুর্দান্ত৷ ভারতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান৷ আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবও অনুসরণ করেছেন তাঁকে, বিশাখাপত্তনম থেকে ফিরেছেন তিনি ভাইজ্যাগ ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে!

Schachspieler Enamul Hossain Bangladesch
ছবি: E. Hossain

এতদিন পর ফিরেই এমন সাফল্য পেয়ে যাওয়ার রহস্যটা কী? গ্র্যান্ডমাস্টার এনামুল জানালেন, লক্ষ্য ছিল স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টা করবেন, তা করতে করতেই চলে যান শিরোপার কাছাকাছি, তারপর আর সুযোগটা হাতছাড়া করেননি৷ শুনে মনে হলো, ১৭ জন গ্র্যান্ডমাস্টারসহ ১৬৮ জন প্রতিযোগীর একটা আসর জয় করে আসা যেন খুব সহজ! সাফল্যের আসল কারণ যে চাপমুক্ত থেকে খেলতে পারা তা বোঝা গেল সাক্ষাৎকারে বলা এনামুলের বাকি কথাগুলোতে৷

MMT BM/091112/ Interview with Grandmaster Enamul Hossain Rajib - MP3-Mono

গ্র্যন্ডমাস্টাররা প্রতিযোগিতায় ফেরার পর থেকে ভালোই করছে বাংলাদেশ৷ অলিম্পিয়াড থেকে ফিরেছে সেরা অবস্থান অর্জন করে৷ জিয়াউর রহমান জিতেছেন নাগপুরের টুর্নামেন্ট৷ তারপরই এনামুলের বিশাখাপত্তনম জয়৷ এমন সুসময় কিন্তু আগে দেখেনি বাংলাদেশের দাবা৷ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বললেন, ফেডারেশন প্রত্যাশিত কাজগুলো করলে, দাবাড়ুরা নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে পারলে সাফল্য আরো আসবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য