1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হত্যার খতিয়ান

আরাফাতুল ইসলাম১৪ জানুয়ারি ২০১৩

২০১২ সালে বাংলাদেশে ২৪ ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ধারীদের হাতে ধরা পড়ার পর গুম হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৭০ ব্যক্তি৷ অধিকারের বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/17JGU
The painted fingernails of a female Bangladeshi elite force Rapid Action battalion (RAB) member is pictured along with her weapon as she and other personnel stand guard in front of the Bangladesh Nationalist Party office during a nationwide strike in Dhaka on December 11, 2012. Bangladesh was shut down for a second day in less than a week as the opposition parties enforced a nationwide strike demanding early elections under a neutral caretaker government. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: Getty Images

মানবাধিকার সংগঠন অধিকারের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদনের একটি ডিজিটাল কপি ডয়চে ভেলের কাছে এসেছে৷ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ‘২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ২৪ জনকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের গুম হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ গুম হওয়ার পর কারও কারও ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে৷' এছাড়া একইসময়ের মধ্যে ৭০জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন৷

BM/140113/Interview: Nasiruddin Elan on Human rights situation in BD - MP3-Mono

বার্ষিক এই প্রতিবেদনে উল্লিখিত তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে অধিকার পরিচালক নাসিরউদ্দিন এলান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সারাদেশে আমাদের যে মানবাধিকার রক্ষকরা আছেন, তারা তথ্য পাঠিয়েছে৷ এরপর আমাদের তথ্য অনুসন্ধান দল সেসব তথ্য যাচাইবাছাই করার পর প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে৷''

প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী৷ এসময় তাঁর গাড়িচালক আনসারও সঙ্গে ছিলেন৷ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর দাবি, ‘সরকারের কোন বাহিনীই তাঁর স্বামীকে ধরে নিয়ে গেছে৷' নাসিরউদ্দিন জানান, তাঁরা ইলিয়াস আলীসহ অন্যান্য গুমের ঘটনা অনুসন্ধান করছেন৷ তবে অনুসন্ধানের বিস্তারিত ফলাফল প্রকাশ করতে আরো সময় লাগবে৷ তিনি ইলিয়াস আলীর পরিবারের অভিযোগের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘এটি খুবই স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়ে আমাদের তদন্ত এখনো চলছে৷'

অধিকার এর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর  বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৬৯ জন নিহত এবং ১৭,১৬১ জন আহত হয়েছেন৷ এছাড়া গণপিটুনিতে মারা গেছেন ১৩২ ব্যক্তি৷ মূলত ‘ফৌজদারী বিচার ব্যবস্থা ও পুলিশের প্রতি অনাস্থার কারণে' সাধারণ মানুষের নিজের হাতে আইন তুলে নেবার প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছে অধিকার৷ সংগঠনটির প্রতিবেদনে বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক' আখ্যা দেওয়া হয়েছে৷

ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও তথ্য প্রকাশ করেছে অধিকার৷ তাদের হিসেবে, ২০১২ সালে বিএসএফ ৩৮ জন বাংলাদেশিকে হত্যা ও ১০০ জন বাংলাদেশিকে আহত করেছে বলে অভিযোগ রয়েছে৷ উল্লিখিত সময়ে বিএসএফ কর্তৃক অপহৃত হন ৭৪ জন বাংলাদেশি৷ সীমান্তে নির্যাতন ও অপহরণ বিগত বছরগুলোর তুলনায় ২০১২ সালে অনেক বেড়ে গেছে বলেও জানিয়েছে অধিকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য