1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দিনে ২৪টি ম্যাচ ইউরোপা লিগে

২২ অক্টোবর ২০১০

ইউরোপের ক্লাব ফুটবল জগতে গোটা বছর ধরে অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয় বটে, কিন্তু উয়েফা ইউরোপা লিগের মতো এত বড় কাঠামো কি সহজে দেখা যায়৷ যেমন বৃহস্পতিবার লিগের তৃতীয় দিনে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷

https://p.dw.com/p/PkWX
ইউরোপা লিগছবি: AP

মর্যাদার বিচারে চ্যাম্পিয়ন্স লিগের পরেই এই প্রতিযোগিতার স্থান৷ চলতি মরসুমে ১২টি গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে ক্লাব৷

বৃহস্পতিবারের ২৪টি ম্যাচের মধ্যে জার্মানির ৩টি ক্লাবেরও ম্যাচ ছিল৷ স্টুটগার্ট স্পেনের এফসি খেটাফে'কে ১-০ গোলে পরাজিত করতে পারলেও বাকি দুটি ম্যাচে ড্র হয়েছে৷ বরুসিয়া ডর্টমুন্ড স্যাঁ জ্যারম্যাঁ'র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ঝুলিতে মাত্র একটি পয়েন্ট সংগ্রহ করতে পারলো৷ বায়ার লেভারকুজেন ও গ্রিসের আরিস থেসালোনিকির মধ্যে তৃতীয় ম্যাচটির ফলাফল গোলশূন্য ড্র৷

হামবুর্গে আয়োজিত ম্যাচে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড দল একটুর জন্য প্রায় নিশ্চিত জয় থেকে বঞ্চিত হলো৷ ফ্রান্সের পারি স্যাঁ জ্যারম্যাঁ'র বিরুদ্ধে প্রায় গোটা ম্যাচ জুড়ে ডর্টমুন্ডের আধিপত্য বজায় থাকলেও শেষ মুহূর্তে ফরাসিরা একটা গোল করে বসে৷ লেভারকুজেন ও থেসালোনিকির মধ্যে ম্যাচ ছিল বেশ ক্লান্তিকর৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম