1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

২৪ জুন ২০১২

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের শেষ লড়াইয়ে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ইটালি ও ইংল্যান্ড৷ গত কয়েকদিন ধরে দুটি দল বেশ উন্নতির প্রমাণ দেখিয়ে যাচ্ছে৷ এদিকে জার্মানি চিন্তিত শোয়ান্সটাইগারের ইনজুরি নিয়ে৷

https://p.dw.com/p/15KW7

এই নিয়ে বড় টুর্নামেন্টে তৃতীয়বারের মত মুখোমুখি হতে চলেছে ইটালি এবং ইংল্যান্ড৷ গত এক দশকে অবশ্য দেখা হয়নি এই দুটো বড় দলের৷ তবে একটি জিনিষ বোধহয় দুটি দলই চায় না, সেটি হলো টাইব্রেকার৷ বড় টুর্নামেন্ট থেকে টাইব্রেকারে বিদায় নেওয়ার মত হার্টব্রেকিং ঘটনার অনেকবার সাক্ষী হয়েছে ইটালি এবং ইংল্যান্ড৷ যদিও ইটালির জনলুইজি বুফন এবং ইংল্যান্ডের জো হার্ট বিশ্বসেরা গোলরক্ষকদের কাতারেই পড়েন৷ আর খেলা যদি শেষ পর্যন্ত পেনাল্টি শটেই গড়ায় তাহলে দেখা যাবে দুই সেরা গোলরক্ষকের আরেকটি লড়াই৷

তবে তার আগে মাঠেই খেলা শেষ করার চেষ্টা করবে সেজারে প্রানদেল্লি এবং রয় হজসনের দল৷ গ্রুপ সি-তে স্পেনের পেছনে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইটালি, আর গ্রুপ ডি-র চ্যাম্পিয়ন ইংল্যান্ড৷ ইংলিশ দলের জন্য সুখবর, গত ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নেমেই গোল পেয়েছেন দলের মূল স্ট্রাইকার ওয়েইন রুনি৷ এছাড়া মধ্যমাঠের স্টিভেন জেরার্ডও দারুণ খেলছেন৷ গোটা দলটিই এখন দারুণ ঐক্যবদ্ধ রয় হজসনের তত্ত্বাবধানে৷ আর সেটি এই মুহূর্তে ইংরেজদের বড় শক্তি৷

Polen Danzig Deutsche Nationalmannschaft
শোয়ান্সটাইগারের ইনজুরি দিয়ে চিন্তিত জার্মানিছবি: Reuters

অন্যদিকে ইটালি বরাবরই মাপা ফুটবল খেলে থাকে৷ সেজারে প্রানদেল্লির দলের মূল শক্তি গোলরক্ষক বুফন আর মধ্যমাঠে আন্দ্রেয়া পির্লো৷ তবে বহু প্রতিভাবান স্ট্রাইকারের জন্ম দেওয়া ইটালিতে এখন তেমন মানের কাউকে পাওয়া যাচ্ছে না৷ দেখা যাক প্রানদেল্লি তাঁর স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে কিভাবে ব্যবহার করতে পারেন৷ এদিকে দলের মূল ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে পাওয়া যাচ্ছে না ইংল্যান্ডের বিপক্ষে, যা ইটালির রক্ষণভাগের জন্য একটি বড় দুশ্চিন্তা৷

শোয়ান্সটাইগারের গোড়ালির ইনজুরি

এদিকে জার্মানিও চিন্তিত তাদের অন্যতম খেলোয়াড় বাস্টিয়ান শোয়ান্সটাইগারকে নিয়ে৷ মধ্যমাঠের অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় শোয়ান্সটাইগারের ডান পায়ের গোড়ালির ব্যাথাটি ক্রমেই যেন চাগিয়ে উঠছে৷ গত ম্যাচে গ্রিসের বিরুদ্ধে জার্মান দল দারুণভাবে খেলে ৪-২ গোলে জেতে৷ তবে শোয়ান্সটাইগারের খেলাতে ছন্দপতনের লক্ষণটি চোখে পড়েছে কোচ ইওয়াখিম ল্যোভ সহ দর্শকদের কাছে৷ নিজের দুর্বল পারফরমেন্সের কথাটি স্বীকারও করেছেন ২৭ বছর বয়সি এই মিডফিল্ডার৷ জার্মান সংবাদপত্র ভেল্ট আম জনটাগকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আগামী দুটি ম্যাচেও তিনি খেলে যেতে চান৷ এরপর গোড়ালি নিয়ে তিনি ভেবে দেখবেন৷ তবে দলের প্রয়োজন পুরোপুরি ফিট শোয়ান্সটাইগারকে৷ তাই আগামী ম্যাচে কোচ তাঁকে সাইডলাইনে বসিয়ে রাখলে কিছু মনে করবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন বাস্টিয়ান শোয়ান্সটাইগার৷

আরআই/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য