1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমর প্রেমকাহিনি

৮ জানুয়ারি ২০১৩

প্রেম কাকে বলে দেখিয়ে দিলো এক তোতা পাখি! সঙ্গী পাশে নেই বলে অনশন শুরু করে সে৷ শেষমেষ ঢাকার আদালতের আদেশ – হৃদয়বিদারক এ বিচ্ছেদের অবসান হোক৷ অবশেষে তা-ই হচ্ছে৷ প্রেমিকা ফিরে পাচ্ছে তার প্রেমকে৷

https://p.dw.com/p/17Fni
Two macaw parrots at Santa Fe Zoo in Medellin, Colombia, on 06 June 2009. Santa Fe is a zoo which works for habitat renovation and the protection and reproduction of endangered species. EPA/EDGAR DOMINGUEZ +++(c) dpa - Bildfunk+++ pixel
ছবি: picture-alliance/dpa

সত্যিই অবাক হবার মতো ঘটনা৷ মানুষে-মানুষে কত মারামারি, হানাহানি! প্রতিদিন কত খুন, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের খবর! এরই মাঝে এক তোতাপাখির অবিশ্বাস্য প্রেমকাহিনি৷ পাখিটির নাম ‘প্রিন্সেস'৷ থাকে বেসরকারি এক চিড়িয়াখানায়৷ চিরিয়াখানার মালিক আব্দুল ওয়াদুদ সুদূর ব্রাজিল থেকে কিনে এনেছিলেন ওকে৷ ভাগ্যটা ভালো ওর৷ এখানে এসে পেয়ে যায় প্রাণসজনীর দেখা৷ সেলিম নামের এক ভদ্রলোক ভাড়া বাসায় উঠবেন, সেখানে তোতাপাখি রাখার সুব্যবস্থা নেই বলে আব্দুল ওয়াদুদের কাছে রেখে যান ছেলে তোতা প্রিন্সকে৷

Die knapp fünf Monate alte Spix-Ara Dame Frieda vom Verein zu Erhaltung bedrohter Papageienarten Schöneiche (Oder-Spree) bei Berlin klettert am 06.03.2009 über Äste in ihrem Gehege. Der im vorigen Jahr in Brandenburg geschlüpfte und in freier Wildbahn ausgestorbene Papagei Spix-Ara hat einen Paten bekommen. Eine Berliner Immobilienfirma hat für das Erhaltungsprogramm der Spix-Ara 25 000 Euro gespendet. Der Spix-Ara wurde 1819 entdeckt und nach dem Forscher Johann Baptist Ritter von Spix (1781-1826) benannt. Seit etwa zehn Jahren gilt er in freier Wildbahn als ausgestorben. Foto: Patrick Pleul +++(c) dpa - Report+++
জীবনে এক প্রেম, এক সঙ্গীতে বিশ্বাসী ওরা (ফাইল ফটো)ছবি: picture-alliance/ ZB

ওভাবেই মিলে যায় প্রিন্স আর প্রিন্সেসের জুটি৷ জমে যায় তোতা-তোতানীর সংসার৷ ২০১১ সালের সেপ্টেম্বরে ছেলেমেয়েও হয় তিনটি৷ সব মিলিয়ে দারুণ সুখের সংসার৷ কিন্তু সে সুখে বাগড়া দেন প্রিন্সের মালিক সেলিম৷ নতুন বাড়িতে ওকে রাখার ব্যবস্থা আছে বলে প্রিন্সকে তাঁর চাই৷ প্রিন্স আর প্রিন্সেসের বিচ্ছেদ হোক ওয়াদুদ সেটা চাননি৷ কিন্তু সেলিম কথা শুনলে তো! জোর করে নিয়ে গেলেন প্রিন্সকে৷ সেদিন, অর্থাৎ গত ৩রা জানুয়ারি থেকে প্রিন্সেসের মুখে রা নেই, খাওয়া-দাওয়া নেই, ওর কাছে জীবন যেন অর্থহীন৷

কিন্তু এভাবে চললে তো বাঁচানোই যাবেনা প্রিন্সেসকে৷ বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হন ওয়াদুদ৷ কাজ হয়েছে তাতে৷ ঢাকার এক ম্যাজিস্ট্রেট আদালত অবিলম্বে প্রিন্সের কাছে প্রিন্সেসকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷ মানে প্রেমকাহিনি এখন সুন্দর সমাপ্তির দিকেই এগোচ্ছে৷

ঘটনাটি শুনে অনেকেই অবাক৷ কিন্তু প্রাণিবিজ্ঞানীরা বলছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলের এ ধরনের পাখিদের বেলায় এটা নাকি খুব স্বাভাবিক৷ সোনালি-নীল এই পাখিরা নাকি বহুগামী নয়৷ অর্থাৎ জীবনে এক প্রেম, এক সঙ্গীতে বিশ্বাসী ওরা৷ তাই সঙ্গী নেই মানে কিছুই নেই৷ একাকি জীবনের অভিসাপ থেকে মুক্তি পেতে না খেয়ে খেয়ে মরে যাওয়া নাকি ওদের জন্য একেবারেই বিচিত্র নয়!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য