1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলায় আকর্ষণ উপন্যাস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ ফেব্রুয়ারি ২০০৯

বইমেলা মানেই নতুন বইয়ের উৎসব৷ নবীন প্রবীণ লেখক আর সব বয়সী পাঠকের জমজমাট আড্ডা, কেনাকাটা৷ তবে বরাবরেই মতো এবারের মেলাও ক্রমশ উপন্যাস নির্ভর হয়ে উঠছে৷ উপন্যাসের লেখক ও পাঠকদেরই জয়জয়কার৷

https://p.dw.com/p/GnkG
জমে উঠেছে অমর একুশে বইমেলাছবি: Harun-ur-Rashid Swapan

পাঠকরা মনে করেন, উপন্যাস জীবনের মতোই বিস্তৃত৷ পাঠকরা নিজের জীবনে জটিলতাকে পছন্দ না করলেও সাহিত্যের এই জনপ্রিয় ধারার জটিল জীবন সৃষ্টিকে ভালবাসেন৷ তাদের মতে, চেনাজানা জগতের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ কেবল যেন উপন্যাসেই রয়েছে৷

Bangladesh Buchmesse
বইমেলায় ডয়চে ভেলেছবি: Harun-ur-Rashid Swapan

পাঠকরা পছন্দ করছেন নানা ধারার উপন্যাস৷ নতুন উপন্যাসের বাইরেও চিরায়ত উপন্যাসের চাহিদা রয়েছে৷ রয়েছে অনুবাদ করা বিদেশী উপন্যাসের চাহিদা৷

এবারের মেলায় ৫ দিনে আসা বইয়ের মধ্যে উপন্যাসের সংখ্যাই বেশি৷ আর জনপ্রিয় লেখকদের পাঠকরা তা লুফে নিচ্ছেন৷ প্রকাশকরা মনে করেন মেলার এই বিকিকিনির মূল আয়োজনই যেন উপন্যাসকে কেন্দ্র করে৷ লেখিকা নাসরিন জাহান ডয়চে ভেলেকে বলেন, জনপ্রিয় ধারার লেখকদের উপন্যাস বেশি বিক্রি হলেও সিরিয়াস পাঠকও রয়েছেন যারা পাঠের মধ্য দিয়ে চিন্তার বিস্তারের সুযোগ খোঁজেন৷ নাসরিন জাহান নিজেও সিরিয়াস ঔপন্যাসিক৷ তিনি বলেন, সহজ জনপ্রিয়তায় গা ভাসানোর কোন আগ্রহ তাঁর নেই৷

মেলার আয়োজক বাংলা একাডেমির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত মেলায় এসেছে ২২০টি বই৷ তবে প্রকাশকদের মতে এই সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে৷ যার মধ্যে উপন্যাসের তালিকাই দীর্ঘ৷