1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন দূতাবাসের উপর হামলা

১৩ সেপ্টেম্বর ২০১২

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দূতাবাসের চার কর্মকর্তা নিহত হবার রেশ পড়ছে চারিদিকে৷ ঘটনাস্থল বেনগাজির দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী৷ চলছে হত্যাকাণ্ডের নিন্দা এবং বিতর্কিত ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ৷

https://p.dw.com/p/1680B
ছবি: AP

বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম অধ্যুষিত অনেকগুলো দেশে৷ আর বিক্ষোভকারীরা তাঁদের ক্ষোভ জানাতে বেছে নিচ্ছেন মার্কিন দূতাবাসকেই৷ কথিত চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা প্রথমে হামলা চালিয়েছিলেন মিশরের রাজধানী কায়রোতে৷ তারপরই হামলার শিকার হয় বেনগাজির দূতাবাস৷ বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা‘র মার্কিন দূতাবাসেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা৷ তবে মিশর ও লিবিয়া সরকার বলেছে, তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করেন, কিন্তু হামলা বা আক্রমণাত্মক বিক্ষোভের সম্পূর্ণ বিপক্ষে৷ এদিকে প্রতিবাদ জানাতে ঢাকার মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়েছিল হাজারখানেক মানুষ৷ পুলিশ তাঁদের থামিয়ে দিয়েছে৷

Bengasi: USA vermuten Terroranschlag # 13.09.2012 14Uhr # bengasi12d # Journal englisch

মিশর আর ইয়েমেন শুধু বিক্ষোভকারীদের বাধাই দেয়নি, সঙ্গে দেশদুটোর রাষ্ট্রপ্রধান হামলাকারীদের বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থানের কথাও জানিয়ে দিয়েছেন৷ ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মনসুর হাদি তাঁর দেশের দূতাবাসে চালানো হামলার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের নিশ্চয়তাও দিয়েছেন তিনি৷ মিশরের প্রেসিডেন্ট  বলেছেন, ‘মত প্রকাশ বা প্রতিবাদ জানানোর অধিকার সকলেরই রয়েছে৷ আমরা তা সমর্থন করি৷ তবে সে প্রতিবাদ বা বিক্ষোভের লক্ষ্য কোনো দূতাবাস বা জনগণের সম্পত্তি হতে পারে না৷ এমন বিক্ষোভ নিন্দনীয়৷'

এদিকে যুক্তরাষ্ট্রে নির্মিত যে ছবি নিয়ে এত উত্তেজনা তার পরিচালক এবং এক অভিনেত্রীকে নিয়ে এসেছে রহস্যজনক খবর৷ পরিচালকের প্রকৃত পরিচয় নিয়ে দেখা দিয়েছে সন্দেহ৷ আর সিন্ডি লি গার্সিয়া নামের এক অভিনেত্রী দাবি করেছেন, এ ছবিতে অভিনয় করানোর সময় তাঁকে ধোঁকা দেয়া হয়েছে৷ যুক্তরাষ্ট্রের এ অভিনেত্রী বলেছেন, তাঁকে বলা হয়েছিল ছবিটির বিষয়বস্তু মরুভূমির যুদ্ধ, কোনো ধর্মের সঙ্গে যে এর সম্পর্ক রয়েছে এমনটি তাঁকে জানানোই হয়নি৷

এসিবি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য