1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি গ্রহের আকাশে দুই সূর্য একসাথে

১৬ সেপ্টেম্বর ২০১১

যদি দুটো সূর্য থাকত আমাদের? কেমন হত সেই দৃশ্যটা? অসাধারণ যে, তাতে সন্দেহ নেই কোথাও৷ তেমনই একখানা গ্রহের সন্ধান মিলল মহাকাশে৷ এক গ্রহ, নাম তার কেপলার ষোলো বি, তার আকাশে একসাথে দু’খানা সূর্য!

https://p.dw.com/p/12aCz
Dar Mars als Planet im schwarzen Weltraum. Das Bild wurde vom Hubble-Weltraum-Teleskop aufgenommen. Am oberen Bildrand ist die Nord-Polar-Kappe des Mars sichtbar. unbekannt unbekannt Copyright NASA
পৃথিবী থেকে কেপলার ষোলো বি-এর দূরত্ব ২০০ আলোকবর্ষ...ছবি: NASA

নাসার কেপলার টেলিস্কোপ তাকে খুঁজে পেয়েছে৷ পেয়ে নাসার বৈজ্ঞানিকরা নিজেরাই বিস্মিত৷ একটাই গ্রহ৷ কিন্তু প্রদক্ষিণ করছে সে দুটো সূর্য৷ তবে সেখানে যে কোন প্রাণী থাকতে পারেনা, সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ কারণ গ্রহটি অনেকটা শনিগ্রহের মতই৷ সম্পূর্ণ শীতল গ্যাসে ভরা এই গ্রহটিতে কোন প্রাণের অস্তিত্ব একেবারেই অসম্ভব বিষয়৷ বলছেন বৈজ্ঞানিকরা৷  তাঁরা এর নাম রেখেছেন কেপলার সিক্সটিন বি৷

পৃথিবী থেকে কেপলার ষোলো বি-এর দূরত্ব ২০০ আলোকবর্ষ৷ এর আগে মহাকাশ বিজ্ঞান বলেছিল, এমন কিছু গ্রহ থাকলেও থাকতে পারে, যাদের আকাশে দুটো সূর্য৷ অর্থাৎ যারা কিনা একসঙ্গে দুটি নক্ষত্রের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে৷

শেষে তেমন গ্রহের সন্ধান সত্যিই মিলল৷ মহাশূণ্যের সুদূরতম প্রান্তে হয়তো এমনও গ্রহ রয়েছে, যাদের আকাশে দুই এর বেশি সূর্য থাকাও বিচিত্র নয়৷ কিন্তু মানুষের চোখ এ পর্যন্ত তাদের সন্ধান পায়নি৷ এই যে কেপলার ষোলো বি, এর আকাশখানা তাহলে কেমন? বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন একসঙ্গে দুইবার করে সূর্যাস্ত হয় সেখানে৷ তবে সূর্যগুলো, মানে এই গ্রহটি যেদুটি নক্ষত্রের চারপাশে ঘুরছে, তারা আমাদের সূর্যের অনুপাতে কিছুটা ছোট৷ জানা গেছে, তাদের একটা ৬৯ শতাংশ আর অন্যটা ২০ শতাংশ ছোট আমাদের সূর্যের তুলনায়৷

Sonnensystem: fotorealistische Grafik von Planetenansammlung mit Erde im Weltraum von der Mondoberfläche aus gesehen. Das Bild ist eine Montage mehrer Photos der Voyager-Mission. Es zeigt die Planeten des Sonnensystems und vier der Jupiter-Monde. unbekannt unbekannt Copyright NASA
মহাশূণ্যের সুদূরতম প্রান্তে হয়তো এমনও গ্রহ রয়েছে, যাদের আকাশে দুই এর বেশি সূর্য থাকা বিচিত্র নয়ছবি: NASA

গ্রহটির তাপমাত্রা কিন্তু  গিমাঙ্কের নীচে ১০০ থেকে ১৫০ ডিগ্রি ফারেনহাইট৷ আর সেলসিয়াসের মাপে হিমাঙ্কের নীচে ৭৩ থেকে ১০১ ডিগ্রি সেলসিয়াস৷  গ্রহটি প্রতি ২২৯ দিনে একবার করে তার সূর্যদের প্রদক্ষিণ করে৷ দুই সূর্য থেকে তার দূরত্ব ১০৪ মিলিয়ন কিলোমিটার৷ আমাদের সৌরজগতের বুধগ্রহটির মতই তার বছর ঘোরে ২২৯ দিনে৷

এসব তো তথ্য৷ এবার কল্পনা করা যাক, এমনটা হলে আমাদের কেমন হত? অবশ্যই অনেক বেশি সুর্যালোক পেতাম আমরা, সেই সঙ্গে অসামান্য দৃশ্যও হত আকাশে৷ তবে মানুষ সেখানে থাকতে পারত কিনা, সেটাও একটা প্রশ্ন!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য