1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়নশীল দেশের শতকরা অন্তত ১০ ভাগ মানুষ প্রতিবন্ধী

ফাহমিদা সুলতানা১৯ সেপ্টেম্বর ২০০৮

যে কোন প্রতিবন্ধকতার সামনে আমরা যদি হঠাত্‌ করে পরে যাই তাহলে কেমন লাগে বলুন তো ? নিশ্চয়ই ভাল না৷ তাহলে যারা শারিরীক অথবা মানসিক ভাবে প্রতিবন্ধী তাদের জন্যে জীবনটা কতো কঠিন ভাবুন তো?

https://p.dw.com/p/FLbT
যারা শারিরীক অথবা মানসিক ভাবে প্রতিবন্ধী তাদের জন্যে জীবনটা কতো কঠিন ভাবুন তো?ছবি: AP

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র হিসেব অনুযায়ী প্রতিটি উন্নয়নশীল দেশের শতকরা অন্তত ১০ ভাগ মানুষ শারিরীক অথবা মানসিক ভাবে প্রতিবন্ধী৷

UNICEF Foto des Jahres
সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অধিকাংশ প্রতিবন্ধীছবি: AP

বিশ্বের প্রতিবন্ধী শিশু ও তরুণদের জন্যে বিশ্ব ব্যাংকের আয়োজনে বেশ কয়েকটি দেশে গত কয়েক বছরে আয়োজন করা হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলন৷ ২০০৪ সালের মে মাসে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনের সাংহাই-এ ,একই বছর ইয়ূথ ডেভেলপমেন্ট ও পীস সম্পর্কিত সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে বসনিয়া হার্জেগোভিনা ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে৷

আসলে বিশ্বের কতো কোটি মানুষ যে প্রতিবন্ধী তার সঠিক হিসেব আমরা কেউই জানি না৷ আর তার মধ্যে কতো শত তরুণ রয়েছে তাও আমরা কেউ জানি না৷ কিন্তু এইটুকু আমরা নিশ্চয়ই জানি বিশ্বের প্রতিবন্ধী মানুষ, বিশেষ করে তরুণ প্রতিবন্ধীরা আগে সামাজিক ভাবে একঘরে হয়ে পরতেন৷ বৈষম্যের চোখে দেখা হতো তাদের৷ কিন্তু সময় বদলেছে,বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গী৷ নতুন নিয়ম হয়েছে৷ বিশ্বে প্রতিবন্ধী মানুষের জীবন সহজ করার চেষ্টা করা হচ্ছে৷ প্রতিবন্ধকতা সত্বেও তারা, শারিরীক ভাবে সুস্থ মানুষের পাশাপাশি কাজ করছেন৷ এগিয়ে যাচ্ছেন প্রায় সমান তালেই৷

তবে জীবন যাদের জন্যে কঠিন,সেইসব মানুষের জীবন সহজ করতে বেশ কিছু সংস্থা এগিয়ে এসেছে৷ তার মধ্যে বিশ্ব সাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের নামটিই প্রথমে আসে৷ তাছাড়া প্রায় প্রতিটি দেশেই রয়েছে বেসরকারী বা সরকারী ব্যবস্থাপনায় গড়ে ওঠা প্রতিবন্ধী সহায়তা প্রতিষ্ঠান৷ সেই রকমই একটি প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন৷ এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মন্সুর আহমেদ চৌধুরী নিজেই একজন দৃষ্টি প্রতিবন্ধী৷ অথচ শারিরীক ভাবে সুস্থ মানুষের পাশাপাশি তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি পদে নিজের দায়িত্ব পালন করছেন যোগ্যতার সাথে৷