1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্স-এ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দিদের ওপর অত্যাচারের অভিযোগ

১৭ ডিসেম্বর ২০১০

আন্তর্জাতিক রেডক্রস কমিটির তথ্য তুলে ২০০৫ সালে নতুনদিল্লির মার্কিন দূতাবাস থেকে পাঠানো কূটনৈতিক কেবলস-এ বলা হয়, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দি শিবিরে আটক ব্যক্তিদের ওপর পাশবিক অত্যাচার করা হচ্ছে৷ ফাঁস করেছে উইকিলিক্স৷

https://p.dw.com/p/QeU7
Wikileaks
ছবি: dpa

উইকিলিক্স-এর এই অভিযোগ অস্বীকার করে জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ বলেছেন, তাঁর সরকারের জমানায় বন্দি নির্যাতনের কোন ঘটনা ঘটেনি৷ ঘটলে তা ক্ষমা করা হয়না এবং হবেও না৷ সেদিক থেকে সরকারের বিবেক পরিষ্কার৷ ২০০৫ সালে দিল্লির মার্কিন দূতাবাস থেকে পাঠানো রিপোর্টের তদন্তের প্রশ্ন ওঠেনা৷

উইকিলিক্স-এর ফাঁস করা ঐ তথ্য প্রকাশ করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ তাতে বলা হয়, আন্তর্জাতিক রেডক্রস কমিটি সংক্ষেপে আইসিআরসি-এর প্রতিনিধিরা তিন বছর ধরে গোপনে জম্মু-কাশ্মীরের বন্দি শিবিরগুলিতে ১৫০০ বন্দির সঙ্গে কথা বলে এই তথ্য জানতে পারে৷ আন্তর্জাতিক রেডক্রসের বিবরণ অনুযায়ী, বন্দিরা কট্টর সন্ত্রাসী নয়৷ কট্টর সন্ত্রাসীরা মারা পড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে রুটিন মাফিক৷ আটক করা ব্যক্তিরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে জড়িত জঙ্গিদের সাহায্য করতো মাত্র৷ এরা অভিযোগ করে, তাদের ওপর নানা ধরণের অত্যাচার চালানো হয়৷ যেমন, বিদ্যুৎ শক, কড়িকাঠ থেকে মাথা নিচু করে ঝুলিয়ে রাখা, জল প্রয়োগ করা এবং যৌন নিপীড়ন ইত্যাদি৷ সন্ত্রাস ও নাশকতামূলক কার্যকলাপের তদন্তে এবং মামলায় সাধারণত তথ্যপ্রমাণ পাওয়া যায়না বলে স্বীকারোক্তি আদায়ের ওপর জোর দেয়া হয় এবং সেটা আদায় করা হতো বলপ্রয়োগ করে৷

Kashmir
বন্দিদের ওপর বিদ্যুৎ শক দেয়া, কড়িকাঠ থেকে মাথা নিচু করে ঝুলিয়ে রাখা, জল প্রয়োগ করা এবং যৌন নিপীড়ন করা হতোছবি: AP

আন্তর্জাতিক রেডক্রসের অভিযোগ, এবিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা সত্ত্বেও কোন ফল হয়নি৷ সরকার নীরব দর্শক হয়ে থেকেছে৷এই নিয়ে উভয়পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হলে আইসিআরসি মার্কিন কূটনীতিকদের তা জানায়৷ সাধারণত আইসিআরসি গোপনীয়তা বজায় রাখে৷ পাশাপাশি আইসিআরসি এটাও উল্লেখ করেছে যে, বর্তমানে বন্দি শিবিরের সংখ্যা অনেক কমেছে৷ দশ বছর আগে যেখানে ছিল ৩০০ এখন অর্ধেকেরও কম৷ ঐ এলাকার সেনা কমান্ডার লে. জেনারেল জে. জে. সিং কম বল প্রয়োগের নির্দেশ দেন৷

আর একটি কেবলস-এ প্রকাশ, ২০০৫ সালে বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি জঙ্গিদের হাতে নিহত হয় কাশ্মীরের ৫০০ নির্বাচিত জনপ্রতিনিধি, নিরাপত্তা কর্মী ও সাধারণ মানুষ৷ এই সহিংসতা এখনো কাশ্মীরে অব্যাহত থাকলেও ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অহিংস রাজনৈতিক প্রতিবাদের পথ নেয়া হচ্ছে এর মোকাবিলায়৷

অন্যদিকে উইকিলিক্স প্রকাশিত কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক৷ তিনি নাকি দিল্লির বর্তমান মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোয়েমারকে বলেছেন, মৌলবাদী হিন্দু সংগঠনগুলি যেভাবে বেড়ে উঠছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তাতে তারা লস্কর-ই-তৈয়বার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে হিন্দুত্ববাদি বিজেপি চেপে ধরায় কংগ্রেসের তরফে তার ভিন্নব্যাখ্যা দিয়ে বলা হয়, রাহুল গান্ধী যা বলেছেন তা হলো, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা দুটোই ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক৷ তাই দেশকে এবিষয়ে সতর্ক থাকতে হবে৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক