1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্স নিয়ে মুভি

১৪ অক্টোবর ২০১৩

উইকিলিক্স ও এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের জীবন নিয়ে তৈরি ‘দ্য ফিফথ এস্টেট’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শুক্রবার৷ এর আগে গতমাসে টরোন্টো চলচ্চিত্র উৎসবে ছবিটি বেশ প্রশংসা কুড়ায়৷

https://p.dw.com/p/19yYu
ছবি: AP

আসাঞ্জের এক সময়ের সহকর্মী জার্মানির ড্যানিয়েল ডমশাইট-বার্গ এর ২০১১ সালে লেখা ‘ইনসাইড উইকিলিক্স: মাই টাইম উইথ জুলিয়ান আসাঞ্জ অ্যাট দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট' বইয়ের কিছু অংশ ফিল্মে ব্যবহার করা হয়েছে৷ ছবিটিতে আসাঞ্জ চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ

যারা শার্লক হোমসকে পছন্দ করেন তারা নিশ্চয় কাম্বারব্যাচকে চেনেন৷ কারণ তিনি বিবিসি/পিবিএস এর প্রযোজনায় নির্মিত টেলিভিশন ক্রাইম ড্রামা ‘শার্লক' সিরিজে শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন৷

‘দ্য ফিফথ অ্যাস্টেট' মুভিতে আসাঞ্জকে অভদ্র, রাগী ও অদক্ষ এক চরিত্র হিসেবে দেখানো হয়েছে৷

বিষয়টা বোধ হয় আগেই আঁচ করতে পেরেছিলেন আসাঞ্জ৷ তাইতো গত জানুয়ারিতে লেখা এক চিঠিতে ছবিটির সমালোচনা করেছিলেন তিনি৷ চিঠিটি লেখা হয়েছিল কাম্বারব্যাচকে৷ ব্রিটিশ এই অভিনেতা আসাঞ্জ চরিত্রটি ভালভাবে ফুটিয়ে তুলতে আসাঞ্জের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে চিঠিটি লিখেছিলেন আসাঞ্জ৷

বৃহস্পতিবার উইকিলিক্স ওয়েবসাইটে প্রকাশিত ঐ চিঠিটিতে আসাঞ্জ লিখেছিলেন, ‘‘আমি জানি ফিল্মটিতে আমাকে ও আমার কাজকে সমালোচনার দৃষ্টিতে দেখানো হবে, যেটা সত্য নয়৷'' তাই আসাঞ্জ কাম্বারব্যাচকে ছবিটি না করারও অনুরোধ জানিয়েছিলেন৷

আসাঞ্জের এই অনুরোধের প্রেক্ষিতে কাম্বারব্যাচ অভিনয় না করার কথাও বিবেচনা করেছিলেন বলে গতমাসে স্বীকার করেছেন৷

তবে শেষ পর্যন্ত আসাঞ্জ চরিত্রে অভিনয় করে টরোন্টো উৎসবের দর্শকদের প্রশংসা পেয়েছেন কাম্বারব্যাচ৷ দেখা যাক, যুক্তরাষ্ট্রে মুক্তি পাবার পর তিনি কেমন ফিডব্যাক পান৷

জেডএইচ / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য