1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈর্ষা মেয়েদের করে তোলে বিচারবুদ্ধিহীন

৬ মে ২০১০

ঈর্ষা রিপুখানা মেয়েদের নাকি প্রবল৷ আর এই ঈর্ষার প্রাবল্যে তারা প্রায়শই তাদের বিচার করার ক্ষমতা আর বোধ হারিয়ে ফেলে, জানা গেছে নতুন এক গবেষণায়৷

https://p.dw.com/p/NFTE
ছবি: picture-alliance/dpa

কোন মেয়ে যদি দেখে যে স্বামী বা বন্ধু অন্য কোন নারীকে আকর্ষণীয় মনে করছে, তাহলে ঈর্ষাতাড়িত হয়ে যেতে পারে সে এবং ফলে তার সাদা চোখে বিচার করার ক্ষমতা নষ্ট হতে পারে৷

মনোবিজ্ঞানীরা ২৫ জন যুগল তরুণ তরুণীর ওপর এই গবেষণা চালান৷ তাদের পাশাপাশি বসিয়ে দেয়া হয় দুটি আলাদা কম্পিউটারের সামনে৷ পুরুষদের বলা হয়, মনিটরে ভেসে ওঠা নিসর্গের দৃশ্য কতটা আকর্ষণীয় মনে হচ্ছে তাদের কাছে, সেটা তাদের জানাতে হবে৷ অন্যদিকে মেয়েদের কম্পিউটার মনিটরে দ্রুত ভেসে উঠতে থাকে একের পর এক প্রতিকৃতি৷ তারই মাঝে নিসর্গের ছবি চিহ্নিত করতে বলা হয় মেয়েদের৷

পরীক্ষার মধ্যপর্বে মেয়েদের বলা হয়, তাদের বন্ধু বা স্বামীরা এখন কোন্ মেয়ে কতটা আকর্ষণীয় তারই বিচার করতে ব্যস্ত৷ পরে মেয়েদের জিজ্ঞাসা করা হয়, তাদের মনে অস্বস্তির ভাব জেগেছে কিনা, জাগলে কতটা৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই প্রফেসর - স্টিভেন মোস্ট আর জিন-ফিলিপ লরেনসো লক্ষ্য করেছেন, মেয়েদের মধ্যে যারা স্বীকার করে যে তারা সবচেয়ে বেশি ঈর্ষাকাতর তারাই নিসর্গের ছবি চিহ্নিত করতে ব্যর্থ হয় সবচেয়ে বেশি৷

দুই গবেষক এই সিদ্ধান্তে আসেন যে, এই মেয়েরা এক ধরনের ‘‘আবেগতাড়িত বিবেচনাহীনতায়'' ক্লিষ্ট হয়েছে৷

মেয়েরা ঈর্ষার কারণে বিচারবুদ্ধি হারিয়ে ফেলে কিনা পরীক্ষায় শুধু সেটাই দেখা হয়েছে৷ পুরুষদের মাঝেও একই পরিস্থিতিতে একই রকম প্রতিক্রিয়া হয় কিনা, সে পরীক্ষা গবেষকরা অবশ্য এখনও করেননি৷

প্রতিবেদন: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক