1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষ বিড়ম্বনার শিকার

৫ নভেম্বর ২০১১

আর একদিন পর বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা৷ আর এই ঈদে রাজধানী ঢাকা ছেড়ে ঘরমুখো মানুষ রয়েছেন চরম বিড়ম্বনায়৷ অনেকে যানবাহনের টিকেট পাননি৷

https://p.dw.com/p/135ew
ফাইল ফটোছবি: AP

আবার কেউ টিকেট পেলেও কখন বাড়ি যেতে পরবেন জনেন না৷ কারণ বাস-ট্রেন-লঞ্চ ছাড়ছে না নির্ধারিত সময়ে৷ এর সঙ্গে সড়ক মহাসড়কে তীব্র যানজট পরিস্থিতি আরো জটিল করে তুলেছে৷

কমলাপুর রেল স্টেশনে টিকেট কেটেও ঘরমুখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন৷ তারা যানেন না তাদের জন্য নির্ধারিত ট্রেন কখন ছাড়বে৷কারণ কোন ট্রেনই নির্ধারিত সময় যাত্রা করতে পারছে না৷ঠিকমত যেতে পারছেনা গন্তব্যে৷

Bangladesch Eid al-Fitr Ramadan Ende Flash-Galerie
ট্রেনের উন্নয়নে কারুরই নজর নেইছবি: dapd

আর এর জন্য রেলওয়ের মহাপরিচালক আবু তাহের দুষলেন বর্তমান আর অতীতের সরকারকে৷ তাঁর মতে, পুরনো ট্রেন দিয়ে তারা যাত্রী সেবা দেয়ার চেষ্টা করছেন৷ ট্রেনের উন্নয়নে কারুরই নজর নেই৷

বাসেরও একই অবস্থা৷ টিকেট পেলেও বাসের দেখা নেই৷ কখন যাত্রীরা বাড়িতে রওয়ানা হতে পারবেন যানেন না৷ বাসের ড্রাইভার আর হেলপাররা জানান মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস ঠিক সময়ে ঢাকা আসতে পারছে না৷ তাই ঢাকা থেকেও ঠিক সময়ে বাস ছাড়া যাচ্ছে না৷

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই দৃশ্য ৷ এখানেও নেই লঞ্চ ছাড়ার নির্ধারিত কোন সময়৷ এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়া আদায়৷ আর নিয়ম নীতির কোন বালাই নেই৷ ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে লঞ্চে৷ এসব দেখা যাদের দায়িত্ব সেই বিআইডব্লিউটিএ'র উপ পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঈদের সময় নিয়ম নীতি মানা যায় না৷

তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য