1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদুল আজহায় শান্তি ও স্থিতিশীলতার ডাক

৭ নভেম্বর ২০১১

ঈদের উৎসবে বাংলাদেশের মানুষের কামনা, ঈদে ত্যাগের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক৷ তাহলে থাকবেনা হানাহানি, বিভেদ আর অশান্তি৷ তারা মনে করেন, দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য সবারই ত্যাগ করা প্রয়োজন৷

https://p.dw.com/p/136KF
বাংলাদেশে ঈদের জামাতছবি: AP

সকাল সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগায় প্রধান জামাতের মধ্য দিয়ে বাংলাদেশে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়৷ এই জামাতে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যসহ দেশের সবশ্রেণির মানুষ৷

ঈদের নামাজ শেষে মুসুল্লিরা দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন৷ তারা চান দেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ৷ ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগায় মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল৷ তারা ঈদের নামাজ আদায় করতে পেরে বেজায় খুশি৷ তারাও দেশের মঙ্গল এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন৷ বাবা-মায়ের সঙ্গে ঈদের নামাজ পড়তে আসে শিশুরাও৷ তাদের আনন্দ যেন সবার চেয়ে বেশি৷

এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ আদায়ের পর জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ দেশের সবাইকে ত্যাগ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান৷

রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য