1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে অপহৃত জার্মান শিশুদের নতুন ভিডিওচিত্র

২৪ ডিসেম্বর ২০০৯

প্রায় ছয় মাস পর ইয়েমেনে অপহৃত তিন জার্মান শিশুর নতুন খবর পাওয়া গেছে৷ সে অনুযায়ী তিনটি শিশুই জীবিত, তবে তারা এখনও অপহরণকারীদের হাতে বন্দি৷ এদিকে ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি সরকারের প্রতি নতুন শর্ত ছুঁড়ে দিয়েছে৷

https://p.dw.com/p/LCfv
ইয়েমেনের রাজধানী সানাছবি: AP

গত জুন মাসে ইয়েমেনে বাবা-মার সঙ্গে শিশু তিনটিও অপহৃত হয়৷ তাদের বয়স এক, তিন এবং পাঁচ৷ এরপর থেকে বাবা ইয়োহানেস এবং মা সাবিনাসহ তাদের আর কোন হদিশ মেলেনি৷ এই পরিবারটির সঙ্গে জার্মান দুই ছাত্র এবং দক্ষিণ কোরিয়ার এক নাগরিকও অপহৃত হয়েছিল সন্ত্রাসীদের হাতে৷ কিছুদিন পর ওই তিনজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ইয়েমেনের নিরাপত্তা কর্মীরা৷ আশংকা করা হচ্ছিল তাদের মত জার্মান পরিবারটিকেও একই পরিণতি বরণ করতে হয়েছে৷ তবে জার্মান পত্রিকা ‘বিল্ড'-এর সাম্প্রতিক এক খবরে কিছুটা আশার সঞ্চার হয়েছে৷ পত্রিকাটি জার্মান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে সম্প্রতি একটি ভিডিও চিত্র জার্মান সরকারের হাতে এসেছে৷ তাতে অপহৃত ওই শিশু তিনটিকে দেখানো হয়েছে৷ কিছুদিন আগে তোলা ওই ভিডিওর কারণে মনে করা হচ্ছে শিশু তিনটি এখনও জীবিত৷ তবে তাদের বাবা ইয়োহানেস এবং মা সাবিনাকে দেখা যায়নি ভিডিওচিত্রটিতে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান এক কর্মকর্তা জানিয়েছেন, ভিডিওতে মনে হয়েছে শিশুগুলো অত্যন্ত পরিশ্রান্ত৷ তবে এই ব্যাপারে এখনও কোন ধরণের আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি জার্মান সরকারের পক্ষ থেকে৷ তবে প্রকাশিত খবরকে অস্বীকারও করেনি জার্মান সরকার৷

Blutiger Machtkampf an der jemenitisch-saudischen Grenze
ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে সৌদি সেনাদের যুদ্ধ (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

এর আগে অপহৃতদের উদ্ধারের জন্য জার্মান সরকার সাবেক রাষ্ট্রদূত ইয়ুর্গেন শোরবোগকে নিয়োগ দেয়৷ তিনি নিজেও ২০০৫ সালে অপহৃত হয়েছিলেন৷ উল্লেখ্য, গত ১৫ বছরে ইয়েমেনে দুই শতাধিক বিদেশী নাগরিক অপহৃত হয়েছে৷ তবে এদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেয় অপহরণকারীরা৷

এদিকে ইয়েমেনের শিয়াপন্থী বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি সরকার হামলা না চালানোর প্রতিশ্রুতি দিলে তারা সৌদি ভূ খন্ড থেকে সরে যেতে প্রস্তুত৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিদ্রোহীদের মুখপাত্র মুহাম্মদ আবদেল সালাম বলেন, সৌদি আরব যদি তাদের এলাকা থেকে আমাদের ওপর আর কোন হামলা না চালায় তাহলে আমরা সরে যেতে প্রস্তুত৷ উল্লেখ্য, ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি সীমান্তের আল জাবিরি গ্রামটি দখল করে নিয়েছে৷ মঙ্গলবার সৌদি উপ প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সুলতান বিদ্রোহীদের সরে যেতে ২৪ ঘন্টা সময়সীমা বেধে দেন৷ তবে বিদ্রোহীরা সেই সময়সীমাকে উপেক্ষা করেছে৷ উল্লেখ্য, বিদ্রোহীদের সঙ্গে গত দেড় মাসের সংঘর্ষে ৭৩ জন সৌদি সেনা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন সৌদি উপ-প্রতিরক্ষা মন্ত্রী৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ