1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে রোষের মুখে সিঙ্গাপুরের নেতা

১ ফেব্রুয়ারি ২০১১

আধুনিক সিঙ্গাপুরের স্থপতি যাঁকে বলা হয়, সেই লি কুয়ান ইউ দেশের মুসলমানদের ওপরে দারুণ নাখোশ হয়েছেন৷ বলেছেন, মুসলমানদের মাত্রাতিরিক্ত ধার্মিক আচরণই সিঙ্গাপুরের সমাজের সঙ্গে তাদের সম্পূর্ণ সম্পৃক্ত হওয়াকে ব্যাহত করছে৷

https://p.dw.com/p/108MN
আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউছবি: AP

আর লিএর এই মন্তব্যের পরেই সিঙ্গাপুরের নেতারা দেশের মালয় মুসলিম সম্প্রদায়কে শান্ত করতে তাদের প্রতি অতিরিক্ত মনোযোগী হয়েছেন৷ ৫০ লাখ জনগোষ্ঠীর এই দ্বীপ রাষ্ট্রটি কঠোরভাবে নিয়ন্ত্রিত৷ এইখানে বহু বর্ণের মানুষের বাস৷ ‘হার্ড ট্রুথ টু কিপ সিঙ্গাপুর' নামের নতুন একটি বই-এ লি-এই এই মন্তব্য করেন৷ লি বলেন,‘‘ মুসলমানরা না আসা পর্যন্ত খুব চমৎকারভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম৷''

৮৭ বছর বয়সের লি বলেন, ‘‘মুসলমানদের চেয়ে অন্য যে কোন সম্প্রদায় সহজেই সমাজের মূল স্রোতে সম্পৃক্ত হতে পারে৷'' লি কুয়ান ইউ-এর ছেলে লি হিয়েন লুং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী৷ পরামর্শদাতা মন্ত্রী হিসেবে এক সম্মানজনক পদে ছেলের মন্ত্রীসভায় রয়েছেন লি৷ লি'র মতে, ইসলাম ছাড়া আমরা সব বর্ণ এবং ধর্মেরই সমন্বয় ঘটাতে পারি৷ লি আরও বলেন, ‘‘মুসলমানরা সামাজিকভাবে কোন সমস্যার সৃষ্টি করে না বটে, তবে তারা স্বতন্ত্র এবং আলাদা৷''

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতার এই মন্তব্য দেশটির মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে৷ স্থানীয় ইন্টারনেট ফোরামে অনেকেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ সেখানে একজন মন্তব্য করেছেন, ‘‘তুমি কে বা তোমার পরিবার কী প্রার্থনা করে, তুমি কী খাও বা কী পান করো তা তোমার ব্যাপার৷ আমরা মুসলমানরা তা গ্রাহ্য করি না৷'' ঐ ব্যক্তি লি-কে উদ্দেশ্য করে বলেন, ‘‘তুমি নিজের চরকায় তেল দাও৷''

আধুনিকতার আহ্বানের জবাবে আরেকজন বলেছেন, ‘‘লি অজ্ঞতা থেকে সব কথা বলেছেন, ঐ সমালোচনার জন্যে ক্ষমা চাওয়া উচিত, কারণ এটাই ইসলামের পথ৷'' সিঙ্গাপুর'স এ্যাসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনালস এক বিবৃতিতে বলেছে, লি-এর এই মন্তব্য ‘অত্যন্ত দুঃখজনক'৷ তারা যেন ক্ষতিকারক কিছু করছে এবং এই মন্তব্যের মাধ্যমে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এ্যাসোসিয়েশনটি বলেছে, ‘‘অন্যান্য সিঙ্গাপুরিদের মতো আমরা ধর্মবিশ্বাস এবং কাজের ক্ষেত্রে বৈচিত্র উপভোগ করছি৷ একজন ভালো মুসলমান ইসলামের ব্যাপারে যেমন কর্তব্যপরায়ণ হন, তেমনই একজন ভালো সিঙ্গাপুরিও বটে৷''

লি-এর এই মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছে গোষ্ঠিটি৷ তারা বলছে, লি মন্ত্রীসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই তাঁর এই মন্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে৷ তারা বলছে, অন্য রাজনৈতিক নেতাদের চিন্তা-ভাবনাই লি-এর মন্তব্যে প্রকাশ পেয়েছে কিনা, তার ব্যাখ্যা দিতে হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন