1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি ব্লগারকে আবার বেত্রাঘাত

আরাফাতুল ইসলাম১৬ জানুয়ারি ২০১৫

‘ইসলাম ধর্ম অবমাননার' দায়ে সম্প্রতি এক সৌদি ব্লগারকে ১,০০০ বেত্রাঘাত, দশ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হয়৷ ডয়চে ভেলেসহ বিশ্বের বিভিন্ন সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা এই ব্লগারের মুক্তি দাবি করছে৷

https://p.dw.com/p/1ELYu
Pictureteaser Free Raif

গত শুক্রবারের (০৯.০১.১৫) ঘটনা৷ মুসলমানদের ধর্মীয় প্রার্থনা তখন মোটে শেষ হয়েছে৷ পুলিশের একটি গাড়ি এসে থামে জেদ্দাহর আল-জাফালি মসজিদের সামনে৷ নামিয়ে আনা হয় রাইফ বাদাউয়ি-কে৷ এরপর সেখানে উপস্থিত জনতার দিকে পিঠ করে তাঁকে দাঁড় করানো হয়৷ অপর এক ব্যক্তি বাদাউয়ি-র পিঠে ৫০ বার বেত্রাঘাত করেন৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, বেত্রাঘাতের সময় বাদাউয়ি নিশ্চুপ ছিলেন৷ ব্যথায় ককিয়ে ওঠেননি তিনি৷ তবে এখানেই শেষ নয়৷ বিশ সপ্তাহ জুড়ে এভাবেই ১,০০০ বার বেত্রাঘাত করার পরিকল্পনা সৌদি সরকারের৷ তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় শুক্রবার (১৬.০১.২০১৫) তাঁকে বেত্রাঘাত করা হয়নি৷ বাদাউয়ির বিরুদ্ধে অভিযোগ ব্লগ লিখে ‘ইসলাম ধর্মের অবমাননা' করেছেন তিনি৷ আর এভাবেই বাক স্বাধীনতার অধিকার হরণ করছে একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রধানরা তার দু'দিন আগেই শার্লি এব্দো-তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছিল৷

রাইফ বাদাউয়ি-র উপর এই ‘বর্বর' রাষ্ট্রীয় নির্যাতনের নিন্দা জানিয়েছেন অনেকে৷ ইংরেজিতে ‘#রাইফবাদাউয়ি' বা ‘#ফ্রিরাইফ' হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে প্রতি নিয়ত যোগ হচ্ছে বিভিন্ন তথ্য, ছবি এবং প্রতিবাদের ব্যানার৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রাইফ বাদাউয়ি-র মুক্তি দাবি করেছে৷ আর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে ডয়চে ভেলেও৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রুট ইয়্যুটনার মনে করেন সৌদি সরকার রাইফের সঙ্গে যা করছে, তা মানবাধিকারের বিপক্ষে বিশাল অপরাধ৷ তিনি বেত্রাঘাত অবিলম্বে বন্ধ করে ব্লগারকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন৷

প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই কারাগারে আছেন বাদাউয়ি৷ ‘ফ্রি সৌদি লিবারালস’-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি৷ তাঁর সহযোগী নারী অধিকার ক্যাম্পেনার সৌদ আল-সাম্মারি-কেও গত অক্টোবরের আটক করেছেন সৌদি সরকার৷ দু'জনের বিরুদ্ধে ‘ইসলাম অবমাননার' অভিযোগ করা হয়েছে৷

বাদাউয়ি-র স্ত্রী এবং সন্তান রয়েছে৷ গত মঙ্গলবার (১৩.০১.২০১৫) ছিল তাঁর ৩১তম জন্মদিন৷ পরিবার, পরিজন ছাড়াই কারাগারে জন্মদিন কেটেছে তাঁর৷ বাদাউয়ি-র স্ত্রী জানিয়েছেন, ১০০০ বেত্রাঘাত সহ্য করা হয়ত তাঁর স্বামীর পক্ষে সম্ভব হবে না৷ শীঘ্রই সম্ভবত ভেঙে পড়বেন আঘাতে আঘাতে জর্জরিত বাদাউয়ি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য