1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি জঙ্গিদের খোঁজে বার্লিনে পুলিশি অভিযান

৮ অক্টোবর ২০০৯

সন্দেহভাজন ইসলামি জঙ্গীদের খুঁজে বের করতে রাজধানী বার্লিনে অভিযান শুরু করেছে পুলিশ৷ কর্তৃপক্ষের আশঙ্কা, বার্লিন শহরের একটি গোষ্ঠী রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছিল৷

https://p.dw.com/p/K1h7
ফাইল ছবিছবি: AP

বুধবার সকালে বার্লিনের দু'ডজনেরও বেশি বাসাবাড়িতে এই তল্লাশি অভিযান চালায় পুলিশ৷ এই অভিযানে কাউকে গ্রেপ্তার না করলেও কম্পিউটারসহ তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ৷ তবে জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা 'বিল্ড' এর অনলাইন সংস্করণের খবরে প্রকাশ, পুলিশ কমপক্ষে ৩০টি বাড়িতে অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকজন চেচেন নাগরিককে আটক করেছে৷ পত্রিকাটি আরো বলছে যে, চেচনিয়ার একটি ইসলামি গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে জার্মান কর্তৃপক্ষ৷

পুলিশ জানিয়েছে, বার্লিনে বসবাসকারী আরব বংশোদ্ভূত এক ইসলামি জঙ্গীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি গোষ্ঠী রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছিল৷ এমনকি এই গোষ্ঠীর বেশ কিছু সদস্য পাকিস্তান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করছে পুলিশ৷ বার্লিনে সরকারি কৌঁসুলিরা এই গোষ্ঠীর ২৮, ৩০ এবং ৩৬ বছর বয়সী তিনজন সন্দেহভাজন সদস্যকে তদন্তের আওতায় রেখেছে৷ কৌঁসুলিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ঐ তিনজন রাশিয়ায় আক্রমণের পরিকল্পনার কথা স্বীকার করেছে৷ তবে এই তদন্তের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি৷

Deutschland Terror Al Kaida Drohvideo Video
জার্মানিতে হামলার আল কায়েদার ভিডিও হুমকিছবি: AP/IntelCenter

জার্মানিতে একের পর এক জঙ্গী হামলার ভিডিও হুমকি প্রকাশের পর গত সপ্তাহেই সারাদেশ জুড়ে নিরাপত্তা পাহারা জোরদার করেছে সরকার৷ বিশেষ করে মিউনিখের অক্টোবরফেস্ট এবং ২৭ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছিল অতিরিক্ত সতর্কতা৷ তবে ঐ সব হুমকির সাথে বুধবারের তল্লাশি অভিযানের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বার্লিন পুলিশের এক মুখপাত্র৷ উল্লেখ্য, নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, চরমপন্থি ইসলামি গোষ্ঠীসমূহের চার শতাধিক সদস্য বার্লিনে বাস করে বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়