1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর মালিতে যুদ্ধ

৩ মার্চ ২০১৩

ইসলামপন্থি জঙ্গি নেতা মোখতার বেলমোখতার গত জানুয়ারি মাসে আলজিরিয়ার একটি গ্যাসের খনির উপর আক্রমণের পিছনে ছিলেন বলে সন্দেহ করা হয়ে থাকে৷ সে আক্রমণে ৩৭ জন বিদেশি পণবন্দি প্রাণ হারায়৷

https://p.dw.com/p/17pVB
ছবি: Reuters/Sahara Media

উত্তর মালির পাহাড়ি এলাকায় যুদ্ধ চলেছে৷ এমনকি চলতি মালি অভিযানে তৃতীয় একজন ফরাসি সৈন্যের নিহত হবার খবর দিয়েছে ফরাসি সরকার৷ অপরদিকে বেলমোখতারের নিহত হবার খবর যদি সঠিক হয়, তাহলে চাডের সৈন্যরা বিগত কয়েকদিনের মধ্যে মালির দু'জন নেতৃস্থানীয় ইসলামপন্থি জঙ্গিকে হত্যা করতে সমর্থ হল - কেননা ইতিপূর্বে চাড ইসলামি মাঘ্রেবে আল-কায়েদা বা একিউআইএম গোষ্ঠীর অধিনায়ক আব্দেলহামিদ আবু জয়িদ'এর নিহত হবার খবর দিয়েছিল৷

সাফল্যটা ফরাসি নেতৃত্বাধীন সামরিক জোটের, যার মধ্যে চাডের সৈন্যরাও আছে৷ এবং সাহেল অঞ্চলে দু'জন আল-কায়েদা নেতা নিহত হবার ফলে মালির ইসলামপন্থি বিদ্রোহ বস্তুত মস্তকহীন হয়ে পড়ল৷ নিহত দু'জনই সাহেল এলাকায় ইসলামপন্থি সংগঠন চালাতো, বলে বিশেষজ্ঞদের বিশ্বাস৷

উত্তর মালিতে যে সব আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে, তাদের অনুসন্ধানে চাডের সৈন্যরাই অগ্রণী ভূমিকা নিয়েছে৷ শনিবার ইফোগাস পর্বতাঞ্চলে চলতি একটি অভিযানে বেলমোখতার প্রাণ হারিয়েছে, বলে জানিয়েছে চাডের সামরিক বাহিনী৷ বেলমোখতার আলজিরিয়ার অধিবাসী এবং আফগানিস্তানেও সক্রিয় ছিল৷ কিছুদিন আগে একিউআইএম'এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বেলমোখতার ‘রক্তের স্বাক্ষর' নামে একটি গোষ্ঠী গঠন করে৷ ইফোগাস পর্তাঞ্চলের আদ্রার শহরে তাদের ঘাঁটি ছিল বলে প্রকাশ৷ চাডের সৈন্যরা ঘাঁটিটি ধ্বংস করেছে, বলে দাবি করেছে৷

একিউআইএম ও তাদের মিত্ররা উত্তর মালি দখল করে গতবছরের এপ্রিল মাসে৷ সেযাবৎ বেলমোখতারকে একাধিকবার টিম্বাকটু ও গাও'এর মতো শহরগুলিতে দেখা গেছে৷ ডিসেম্বরে সে একিউআইএম ছেড়ে তার নিজের গোষ্ঠী গড়ে৷ এর পরেই আসে জানুয়ারিতে দক্ষিণ আলজিরিয়ার আমেনাস গ্যাসের কারখানার উপর আক্রমণ, যা'তে বহু বিদেশি পণবন্দি প্রাণ হারান৷

তবে গোটা এলাকাটিতেই বহু বছর ধরে যাবতীয় বিদেশি অপহরণের সঙ্গে যুক্ত ছিল এই দু'জন, আবু জয়িদ এবং বেলমোখতার৷ কাজেই তাদের নিহত হওয়াটা আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য একটি সাফল্য - যদিও ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্র এযাবৎ বেলমোখতারের নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেনি৷

এসি / জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য