1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাময়িক যুদ্ধবিরতি

১৭ জুলাই ২০১৪

অবশেষে দশম দিনে এসে গাজায় বন্ধ হল ইসরায়েলি হামলা৷ পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হল হামাস ও ইসরায়েল৷ এই সময়ে গাজার অধিবাসীরা খাবার, ওষুধসহ প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে ভিড় করেছেন দোকান আর ব্যাংকে৷

https://p.dw.com/p/1CePp
ছবি: Reuters

যারা বেতন নেননি, তারা পাওনা বেতন তুলতে ব্যাংকগুলোতে ভিড় করেছেন এবং বাকিরা খাবার ও ওষুধ নিতে দোকানগুলোতে ভিড় করেন৷ গত ৯ দিন গাজার এই রাস্তাগুলো কার্যত মরুভূমিতে পরিণত হয়েছিল৷ আজ সেখানে ফিরে এসেছে চাঞ্চল্য৷ ৩৫ বছর বয়সি জাকারিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে পরিস্থিতি শান্ত হয়েছে৷ এই অবস্থা যেন দীর্ঘায়িত হয়৷ আমরা আশা করি মিশর এই সমস্যার সমাধান করবে এবং গাজায় এই হত্যাযজ্ঞ বন্ধ হবে৷'

এদিকে, অস্ত্র বিরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে গাজা-ইসরায়েল সীমান্তের একটি টানেল দিয়ে অন্যদিকে যাওয়ার সময় হামাস যোদ্ধাদের উপর ইসরায়েল বিমান হামলা চালালে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল৷ বেশ কয়েকজন যোদ্ধা টানেলের ভেতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা৷ অন্যদিকে, অস্ত্র বিরতির কয়েক মিনিট আগে গাজার দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলের ট্যাঙ্ক থেকে ছোড়া গোলায় একই পরিবারের তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা৷ তিনি জানান, এদের দেহের শুধু অবশিষ্টাংশ পাওয়া গেছে৷

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা) এই যুদ্ধবিরতি চলবে৷ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৮ই জুলাই থেকে গত নয় দিনে ইসরায়েলের হামলায় অন্তত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে৷ আহতের সংখ্যা কয়েক হাজার৷ আর এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ৷

Israel Angriffe auf Gaza 16.07.2014
প্রায় ধ্বংস হয়ে যাওয়া নিজেদের বাড়িতে কয়েকজন ফিলিস্তিনিছবি: Reuters

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছ থেকে মানবিক কারণে যুদ্ধবিরতির অনুরোধটি এসেছে৷ গাজার অধিবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার সুযোগ দিতে সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে দেশটি৷ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছেন হামাসের মুখপাত্র মুসির আল মাসরি৷ তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখেই আমরা এই অস্ত্র বিরতিতে সম্মত হয়েছি৷ সাময়িক এই অস্ত্রবিরতি মেনে নিতে আমরা সব পক্ষই সম্মত হয়েছি৷''

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নতুন করে হামলা শুরুর আগে গতকাল গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়৷ বুধবার ভোর পাঁচটায় ওই বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়৷

ইসরায়েলের প্রায় একতরফা সামরিক অভিযান বন্ধ করতে প্রতিবেশী মিশর গত মঙ্গলবার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়৷ মিশরের ওই প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা৷ সাময়িকভাবে হামলাও বন্ধ করে ইসরায়েলি বাহিনী৷ কিন্তু হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে৷ এরপর আবার গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল৷

সংকট সমাধানে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি-র সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ এর আগে বুধবার রাতে কায়রোতে হামাসের উপ নেতা মৌসা আবু মারজুকের সাথে দেখা করেন আব্বাস৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য