1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু চুক্তি নিয়ে আশাবাদ

২৬ সেপ্টেম্বর ২০১৪

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি নিয়ে আশাবাদী জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ার৷ প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, চুক্তিটির সাফল্যের সম্ভাবনার এত কাছাকাছি আগে কখনো পৌঁছায়নি৷

https://p.dw.com/p/1DLR0
ছবি: Reuters

জাতিসংঘের সাধারণ পরিষদের সভা উপলক্ষ্যে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে৷ সেখানেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হয়৷ বৈঠক শেষে স্টাইনমায়ার বলেন, ‘‘এই চুক্তির এত কাছাকাছি আমরা আগে কখনো পৌঁছাতে পারিনি৷ তবে এটাও ঠিক যে, আগামীতে অনুষ্ঠেয় আলোচনা আরো কঠিন হবে৷'' ইরানের সঙ্গে পাশ্চাত্যের ছয়টি দেশের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে পরবর্তী বৈঠকটি হবে আগামী ২৪শে নভেম্বর৷

Hassan Rohani
ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানিছবি: Reuters

ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের দেশগুলোর অভিযোগ, মধ্যপ্রাচ্যের এই দেশ পারমাণবিক বোমা তৈরির জন্য পরমাণু কর্মসূচি জোরদার করছে৷ ইরান অবশ্য শুধু গবেষণার কাজেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে দাবি করে, সে অভিযোগ অস্বীকার করে আসছিল৷ তবে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর চাপ ছিল৷ তাই দীর্ঘদিন আপত্তি জানানোর পর অবশেষে ইরান তার পরমাণু কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার অঙ্গীকার করে ‘জেনিভা চুক্তি' স্বাক্ষর করে৷

মাত্র ছয় মাসের এই অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে নতুন আলোচনার আগে তাই স্টাইনমায়ার এর গুরুত্বও মনে করিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এ বিষয়ে সকল বিরোধ নিষ্পত্তির এটাই সময়৷ আশা করি বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রেখে ইরানও এটা মানবে যে, এ পর্যায়ে চুক্তি নিয়ে আলোচনায় ব্যাঘাত মেনে নেয়ার মতো নয়৷''

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য