1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদের ফেরত আনা প্রসঙ্গ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ জুন ২০১৪

ইরাকের সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে বাংলাদেশ৷ প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পরিস্থিতি বুঝে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত আনা হবে৷

https://p.dw.com/p/1CM3t
Tunesien Libyen Flüchtlinge aus Bangladesch an der Grenze Reisepass
ছবি: dapd

ইরাকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশেও উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে৷ বিশেষ করে সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যরা দেশে আতঙ্কের মধ্যে আছেন৷ বলা বাহুল্য, কিছু বাংলাদেশিকে অপহরণের খবরে এই আতঙ্ক আরো বেড়ে গেছে৷

এ অবস্থায় প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘প্রয়োজন হলেই আমরা সেখানকার বিপদে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো৷'' তবে এরপরও তিনি ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন৷

Peshmerga Kämpfer und Flüchtlinge in Irak 10.06.2014
ইরাকে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আছেনছবি: Safin Hamed/AFP/Getty Images

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছেন, ‘‘ইরাকে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আছেন৷ আমরা তাঁদের খোঁজ-খবর রাখছি৷ কেউ যদি একান্ত বিপদে পড়ে দেশে ফিরে আসতে চান, তাহলে তাঁকে ফিরিয়ে আনা হবে৷''

এদিকে তুরস্কের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরাকের কিরকুক থেকে যে ৬০ জন নির্মাণকর্মীকে অপহরণ করা হয়েছে তাঁদের মধ্যে বাংলাদেশি নাগরিকও আছেন৷ তবে কতজন বাংলাদেশি নাগরিককে জঙ্গিরা অপহরণ করেছে, তা নিশ্চত করে এখনও জানা যায়নি৷ এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনিও তা জানাতে পারেননি৷

তিনি শুধু বলেছেন, ‘‘নানা মাধ্যম থেকে খবর আসছে৷ তাই যাচাই-বাছাই না করে কিছু বলা সম্ভব নয়৷'' তবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান যে, মসুল থেকে ৫০ জন বাংলাদেশিকে কুর্দিস্থানে সরিয়ে নেয়া হয়৷ তাঁদের মধ্যে ৩০ জন পালিয়ে গেছে বলে খলর৷ মন্ত্রীর ধারণা, তাঁরা অন্য কোনো দেশে চলে গেছেন৷ ফলে তাঁদের আর ইরাকে পাওয়া যাবে না৷

Irak ISIL Freiwillige
মসুল থেকে ৫০ জন বাংলাদেশিকে কুর্দিস্থানে সরিয়ে নেয়া হয়ছবি: Reuters

এদিকে সংঘাতময় পরিস্থিতির কারণে গত সপ্তাহে বাংলাদেশ থেকে ইরাকে জনশক্তি রপ্তানি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটিতে বাংলাদেশ থেকে কোনো জনশক্তি পাঠান হবে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে৷

সরকারি হিসেবে বাংলাদেশের ১৪,০০০ নাগরিক এখন ইরাকে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন৷ তাঁরা প্রধানত নির্মাণ শিল্পে কর্মরত৷

গত বছর দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে ইরাকে প্রায় ৩০,০০০ জনশক্তি পাঠানোর জন্য একটি সঝোতা স্মারক সই হয়েছিল৷ পররাষ্ট্র দপ্তর জানায়, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই শ্রমিক পাঠানোরও সব প্রক্রিয়া বন্ধ থাকবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য