1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকি তেল শোধনাগারে হামলা

১৮ জুন ২০১৪

সুন্নি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এবার ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে৷ বাগদাদে নিজেদের দূতাবাসে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র৷ বেশ কিছু দেশ দুতাবাস বন্ধ করে নিজেদের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে৷

https://p.dw.com/p/1CL1G
Bombenanschlag in Bagdad 18.06.2014
ছবি: Reuters

প্রায় বিনা প্রতিরোধে মসুলসহ কয়েকটি শহর দখলের পর বুধবার ভোরে বাগদাদের উত্তরাঞ্চলে বাইজি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ‘সন্ত্রাসবাদী সংগঠন' এবং আল-কায়েদার শাখা ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট' বা আইএসআইএল৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সালাহেদীন প্রদেশের এই শোধনাগার কয়েকদিন ধরে বন্ধ ছিল৷ কর্মীরা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থল ছেড়ে যাওয়ায় শোধনাগারটি বন্ধ রাখা হয়৷

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি এলাকা সুন্নি জঙ্গী গোষ্ঠী আইএসআইএল-এর দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান আগেই উদ্বেগ প্রকাশ করেছিল৷ ইরান, যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কিছু দেশ জানিয়েছে, মালিকি সরকারের চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা পাশে আছে৷

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সেনাবাহিনী পাঠিয়েছে৷ বাগদাদের পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় বেশ কিছু দেশ দূতাবাস বন্ধ করে দিয়েছে৷ যুক্তরাষ্ট্রের দূতাবাস এখনো খোলা৷ তবে সেখানে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে ২৭৫ জন সেনা সদস্যকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সরকার৷

আক্রান্ত শহর এবং আশেপাশের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ছাড়ছেন৷ বিদেশিরাও প্রাণভয়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ ওদিকে ভারতের ৪০ জন নির্মাণ শ্রমিকের সন্ধান না পাওয়ায় ভারত সরকার উদ্বিগ্ন৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দীন জানিয়েছেন, ওই ৪০ জন নির্মাণ শ্রমিক আইএসআইএল দখলকৃত শহর মসুলেই ছিলেন৷ সব রকম চেষ্টার পরও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও ভারতের এক শীর্ষ দৈনিককে জানিয়েছেন তিনি৷

ইরাক পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়৷ প্রতিদিন গড়ে ২৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে ইরাক৷ মধ্যপ্রাচ্যের এই দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি বিশ্ব রাজনীতি এবং পুঁজিবাজারেও বিরূপ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অনুমান৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য