1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকা ছাড়া চলাফেরা নিষিদ্ধ

২৭ জুলাই ২০১৪

ইরাকের মসুলের মেয়েদের বোরকা ছাড়া চলাফেরা করতে নিষেধ করেছে ইসলামিক স্টেট৷ শহরটির দখল নেয়ার এক মাসের মাথায় জঙ্গি সংগঠনটি মসজিদে ঢুকে ইমামকে তাঁদের এ সিদ্ধান্তের কথা মাইকে পড়ে শোনাতে বাধ্য করছে৷

https://p.dw.com/p/1CjJe
Leben im Krieg
ফাইল ফটোছবি: Majid Saeedi

কিছুদিন আগেও ইসলামি এই ‘জঙ্গি' সংগঠনের নাম ছিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত, সংক্ষেপে আইএসআইএল৷ সম্প্রতি ঘোষণা দিয়েই নাম পরিবর্তন করেছে তারা৷ এখন সংগঠনটির নাম ‘ইসলামিক স্টেট'৷ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী সংগঠনটি মসুলে এখন নারীদের আধুনিক পোশাক ছেড়ে বোরকা পরতে বাধ্য করার জন্য সরাসরি কাজ শুরু করেছে৷

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট এক বিবৃতির মাধ্যমে মসুলের নারীদের জানিয়েছে, এখন থেকে সবাইকে মুখ, হাত, পা ঢাকা পোশাক, অর্থাৎ বোরকা পরতে হবে৷ না পরলে কঠোর শাস্তি পেতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়৷

ইসলামিক স্টেট বিবৃতিতে দাবি করেছে, বোরকা পরতে বাধ্য করার উদ্দেশ্য নারী স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং ভ্রষ্টাচার এবং অশ্লীলতা রুখতেই এই ব্যবস্থা৷ মসুলের নারীদের উদ্দেশ্যে তাদের বক্তব্য প্রচারের জন্য মসজিদগুলোকেও ব্যবহার করছে ইসলামিক স্টেট৷ বার্তা সংস্থা রয়টার্সকে এক ইমাম জানান, কয়েকদিন আগে মসজিদে হঠাৎ ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি৷ অস্ত্র উঁচিয়ে তারা তাঁকে, মাইকে বিবৃতিটি পড়ে শোনানোর নির্দেশ দেয়৷

নারীদের বোরকা পরার পাশাপাশি কোনো রকমের প্রসাধনী ব্যবহার না করারও নির্দেশ দিয়েছে ইসলামিক স্টেট৷ মসুলের নারীদের এখন থেকে কোথাও একা যাওয়া বারণ৷ সঙ্গে নিজের পরিবারের কোনো পুরুষ সদস্যকে থাকতেই হবে৷ ইসলামিক স্টেট জানিয়েছে, মেয়েদের নিরাপত্তার স্বার্থেই একা চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য