1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশীয় মার্শাল আর্ট ছবির বিশ্বজয়

৩ জুলাই ২০১২

চীনের মার্শাল আর্ট পরিচিত ‘কুং ফু’ নামে৷ জ্যাকি চ্যান’এর ছবির কারণে কুং ফু’র নাম জানেন না এমন মানুষ বোধ হয় বিশ্বে কমই আছেন৷ আর এবার, ঐ ছবির কারণেই ইন্দোনেশিয়ার মার্শাল আর্ট পরিচিতি পেতে যাচ্ছে৷

https://p.dw.com/p/15QMF
ছবি: picture-alliance/dpa

টরোন্টোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানজনক ‘মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড' জিতেছে ইন্দোনেশিয়ার ‘দ্য রেইড' ছবিটি৷ এতে ‘প্যানচাক সিলাট' নামের ইন্দোনেশীয় মার্শাল আর্ট দেখানো হয়েছে৷

জাকার্তার একটি অপরাধ চক্রকে ধরতে সেখানকার বিশেষ পুলিশ বাহিনীর প্রচেষ্টাকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি৷ পুলিশ সদস্য আর অপরাধীদের মধ্যে সংঘাতের সময় প্যানচাক সিলাট'এর প্রদর্শনী দেখানো হয়েছে৷

ইন্দোনেশিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়া ‘দ্য রেইড' অ্যামেরিকা আর ক্যানাডাতেও উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে৷ এছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া আর নিউজিল্যান্ডেও ছবিটি মুক্তি দেয়া হয়েছে৷ আর জার্মানিতে সিনেমা হলগুলোতে এ মাসেই ‘দ্য রেইড' দেখানো শুরু হবে৷

Shaolin-Mönch zeigt seine Kung Fu-Beherrschung
ছবি: dpa - Fotoreport

ভিনদেশী পরিচালক গ্যারেথ ইভান্স ছবিটি পরিচালনা করেছেন৷ ইন্দোনেশীয় স্ত্রীর কারণে ইভান্স মার্শাল আর্টের এই বিশেষ ফর্মের সঙ্গে পরিচিত হন এবং ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন৷

‘দ্য রেইড' ছাড়াও আরেকটি ইন্দোনেশীয় ছবি এ বছর অ্যামেরিকার প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হবে৷ ‘মোডাস অ্যানোম্যালি' নামে ইংরেজি ভাষায় এই ছবিটি নির্মাণ করেছেন জোকো আনোয়ার৷

তিনি বলেন, ইন্দোনেশিয়ায় মাঝের কয়েকটা বছর শুধু নিম্নমানের ভয়ের ছবি তৈরি হয়েছে৷ তবে এখন সে ধারায় পরিবর্তন এসেছে৷ বর্তমানে বেশ কিছু ভালো নির্মাতা ছবি পরিচালনায় এগিয়ে এসেছেন বলে জানান আনোয়ার৷ ফলে ধীরে ধীরে আরও কিছু ইন্দোনেশীয় ছবি আন্তর্জাতিক অঙ্গনে নাম কুড়াবে, এই আশা করছেন তিনি৷

জেডএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য