1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রায় আড়াইশ লোকের মৃত্যুর আশংকা

রিয়াজুল ইসলাম১১ জানুয়ারি ২০০৯

ইন্দোনেশিয়াতে ২৬৭ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি ডুবে গেছে৷ ইতিমধ্যে বেশ কিছু লোককে উদ্ধার করা হয়েছে৷ তবে কতজনকে উদ্ধার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত নয়৷

https://p.dw.com/p/GW93
মানচিত্রে হলুদ অংশটি ফেরির দুর্ঘটনাস্থল সুলাওয়েসি দ্বীপছবি: AP

বার্তা সংস্থাগুলোর খবর, রোববার সকালে পশ্চিম সুলাওয়েসি প্রদেশ এলাকায় সমুদ্রে ডুবে যায় ফেরিটি৷ এসময় বিরুপ আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উত্তাল ছিলো৷ ডুবে যাওয়া ফেরিটিতে আড়াইশ যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলো৷ দুর্ঘটনার পর কমপক্ষে ১৮ জন উদ্ধার হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷ তবে যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান জানিয়েছেন যে তারা এ পর্যন্ত দেড়শ জন উদ্ধার হওয়ার কথা জানতে পেরেছেন৷ তবে তা এখনও নিশ্চিত নয়৷ ইতিমধ্যে নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে৷ এছাড়া সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলোকেও এ ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে৷

মাজেনে শহরের বন্দর কর্মকর্তা ইলহাম রাচম্যান জানান, উদ্ধার হওয়া একজন ক্রু জানিয়েছেন বিশাল একটি ঢেউ তাদের ফেরির ওপর আছড়ে পড়ে এবং সেই ঢেউয়ের আঘাত সইতে না পেরে ফেরিটি ডুবে যায়৷ তিনি বলেন, যারা উদ্ধার হয়েছে তারা এখনো কথা বলার মত মানসিক শক্তি ফিরে পায়নি৷ তাই এ পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি৷ এর আগে দুর্ঘটনা কবলিত ফেরিটি শনিবার রাতে সুলাওয়েসির দ্বীপের পারে পারে পোতাশ্রয় থেকে সামারিন্ডার উদ্দেশ্যে যাত্রা করে৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ যাত্রীদের স্বজনেরা সামারিন্ডা বন্দরে ভীড় জমিয়েছে৷