1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ার নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে ইয়োধোইনো

৮ জুলাই ২০০৯

বুধবার ইন্দোনেশিয়ায় হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ৷ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হলেও সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

https://p.dw.com/p/IjeH
ছবি: AP

তবে জরিপ বলছে, এই পর্বে বড় ব্যবধানেই জিততে চলেছেন বর্তামান প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোয়োনো৷

দেশের ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় থাকার নিশ্চয়তা একরকম পেয়েই গেছেন সুসিলো বামবাং ইউধোয়োনো৷ বেসরকারী জরিপে প্রতিপক্ষের চেয়ে অনেক ভোটে এগিয়ে আছেন সাবেক এই সেনানায়ক৷

মেট্রো টিভি আর তিনটি সার্ভে ইন্সটিটিউটের জরিপেই প্রায় ৬০ ভাগ ভোট পেয়েছেন তিনি৷ অন্যদিকে তাঁর প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা পেয়েছেন যথাক্রমে ২৬ দশমিক ৬ এবং ১২ দশমিক ৬ ভাগ করে ভোট৷ এত বড় ব্যবধানে জিতলে ইউধোয়োনোর আর সেপ্টেম্বরের দ্বিতীয় পর্বের নির্বাচন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না৷

বুধবার কোনো গোলযোগ ছাড়া ভোটগ্রহণ শেষ হলেও সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেন, ‘ আমার মতে দেশে এক ধরণের কৃত্রিম গণতন্ত্র চলছে৷ প্রকৃত গণতন্ত্রে কোনো জালিয়াতি থাকতে পারেনা৷ মঙ্গলবার পর্যন্ত আমি খবর পেয়েছি, কমপক্ষে ১ কোটি মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেননা, উধাও হয়ে গেছে ৬৮ হাজার ভোট কেন্দ্র৷ গণতন্ত্রে এটা কী করে সম্ভব?’

Indonesien Wahl
স্ব-স্ত্রীক সুসিলো বামবাংছবি: AP

২০০৪ সালে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচিত ইউধোয়োনো অবশ্য ভোটের আগের জরিপেও এগিয়ে ছিলেন৷ তবে সুকর্ণপুত্রী এবং কাল্লা অসম্পূর্ণ ভোটার তালিকার জন্য নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আগাম প্রশ্ন তুলেছিলেন৷ নির্বাচন কমিশন তখন জানিয়ে দেয়, সঠিক পরিচয়পত্র সঙ্গে থাকলে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারবেন৷

এদিকে বিরোধীরা নির্বাচনের সমালোচনা করলেও জরিপে অনুকূল ফলাফলের ইঙ্গিত দেখে বর্তমান প্রেসিডেন্ট ইউধোয়োনো ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তবে সঙ্গে এ-ও বলেছেন, জরিপে এগিয়ে থাকলেও তারা নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকবেন৷ চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ২৫ শে জুলাই৷

এমনিতে বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে দেশের ৪৫ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে৷ ২৩ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়ায় মোট ভোটার এখন ১৭ কোটি ৬০ লাখের মতো৷ এর মধ্যে কতজন এবারের ভোটে অংশ নিয়েছেন সে হিসেবটা এখনো জানা যায়নি৷

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আবদুল সাত্তার