1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটে একাত্তরের তথ্য-প্রমাণ

১৫ ডিসেম্বর ২০১১

একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যে ক্রমশই সমৃদ্ধ হচ্ছে ইন্টারনেট দুনিয়া৷ সরকারি বিভিন্ন ওয়েবসাইট ছাড়াও বেসরকারি উদ্যোগে পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের তথ্য, চিত্র, ভিডিও সমৃদ্ধ ওয়েবসাইট৷

https://p.dw.com/p/13SmR
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

শুরুতে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণলায়ের দিকেই তাকানো যাক৷ ওয়েবসাইটের ঠিকানা: www.molwa.gov.bd/৷ এই ঠিকানায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ বীরশ্রেষ্ঠদের খানিকটা বিবরণ রয়েছে৷ এছাড়া মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর এবং সেক্টর কমান্ডারদের বিষয়ে কিছু তথ্য সাইটটিতে রয়েছে৷ কিন্তু ফন্ট সংক্রান্ত জটিলতায় সেই তথ্য সবার পক্ষে পড়া সম্ভব নয়৷ এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের একটি ভিডিও পাওয়া যাবে এতে৷ সাইটটির প্রথম পাতায় জাতির জনকের ছবি রয়েছে৷

মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট

ইংরেজি এবং বাংলা ভাষায় মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য দিয়ে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটটি৷ এই সাইটটি বিদেশিদের মুক্তিযুদ্ধ সম্পর্কে খানিকটা ধারণা দিতে সক্ষম হবে৷ ১৯৭১-এর ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নানা তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে৷ রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ভিডিও৷ আরো পাবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি সম্পর্কে তথ্য৷ এটির ঠিকানা: www.liberationwarmuseum.org/৷

জেনোসাইড বাংলাদেশ

১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন ঘটনা সাজানো রয়েছে জেনোসাইড বাংলাদেশ এর' ওয়েবসাইটে৷ একাত্তরে পাকিস্তানি বাহিনী এবং তাদের বাংলাদেশি দোসরদের দ্বারা সংগঠিত গণহত্যার বিভিন্ন তথ্য প্রমাণ রয়েছে এই ওয়েবসাইটে৷ মুক্তিযুদ্ধ সময়কার বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণও এতে যোগ করা হয়েছে৷ সাইটটির ঠিকানা: www.genocidebangladesh.org/৷

Flash-Galerie Cricket World Cup 2011
ছবি: DW

সেক্টর কমান্ডার্স ফোরাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্তদের বিবরণ যোগ করা হয়েছে সেক্টর কমান্ডার্স ফোরামের ওয়েবসাইটে৷ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের বিভিন্ন তথ্যও রয়েছে এই সাইটে৷ এটির ঠিকানা: www.sectorcommandersforum.org/৷

যুদ্ধাপরাধীদের বিচারে ওয়েবসাইট

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে একাধিক ওয়েবসাইট রয়েছে৷ ওয়ারক্রিমিনালসবিডি ডটঅর্গ সাইটটিতে রাজাকার, আল-বদর, আল-শামসসহ মুক্তিযুদ্ধের সময়কার শান্তিবাহিনীর তালিকা তুলে দেয়া হয়েছে৷ এছাড়া কিছু পাকিস্তানি সেনারও নাম রয়েছে এতে৷ এই ওয়েবসাইটের উদ্যোক্তাদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি৷ স্যেকুলার ভয়েস অব বাংলাদেশ ডট অর্গ'এর ওয়েবসাইটেও যুদ্ধাপরাধের বিচারের দাবি তোলা হয়েছে৷ একইসঙ্গে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস' হিসেবে পালনের দাবি তাদের৷

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

একাত্তরের মুক্তিসংগ্রাম বেগবান করতে, মুক্তিযুদ্ধের বিভিন্ন সংবাদ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৷ সেই বেতারের সঙ্গে সম্পৃক্ত শব্দ সৈনিকদের সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে swadhinbangla-betar.org ওয়েবসাইটে৷

উইকিপিডিয়া, ইউটিউব, ফেসবুকে মুক্তিযুদ্ধ

উইকিপিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা সম্পর্কে বিভিন্ন ভাষায় বিশদ তথ্য রয়েছে৷ এই সাইটে বাংলাদেশ সম্পর্কিত তথ্য ক্রমশ বাড়ছে৷ হালের ফেসবুকে মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলা ভাষায় পাতার সংখ্যা গোটা দশেক৷ এসবের মধ্যে আবেগতাড়িত নানা উদ্যোগই বেশি৷ তবে ইংরেজি ভাষায় মুক্তিযুদ্ধ বিষয়ক পাতা এবং গ্রুপের সংখ্যা অনেক৷ একাত্তরের বিভিন্ন দুর্লভ ভিডিও চিত্রের সন্ধান পাওয়া যাবে ইউটিউবে৷ বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচারিত একাত্তর বিষয়ক সংবাদ, তথ্যচিত্র এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে৷

আরো কিছু ওয়েবসাইট

ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইটে নারী এবং পুরুষ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি বিশেষ বিভাগ চালু করা হয়েছে৷ বাংলাদেশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের মনের কথা ফুটিয়ে তোলা হয়েছে এই সাইটে৷ মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা এবং বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে জানা যাবে এখান থেকে৷ সাইটটির ঠিকানা: www.dw.com/bengali৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য