1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্প প্রদর্শনী

১০ আগস্ট ২০১২

আদিকাল থেকে বর্তমান সময়ের ইতিহাস-ঐতিহ্য, জীবন দর্শন, চিন্তাধারা, তর্ক-বিতর্ক, দাবি-দাওয়া সবকিছুরই যেন সমন্বয় ঘটেছে জার্মানির কাসেল শহরে অনুষ্ঠিত ১০০ দিনের শিল্প প্রদর্শনী ডকুমেন্টা’য়৷

https://p.dw.com/p/15n8H
ছবি: Anders Sune Berg

প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে এই প্রদর্শনী দেখতে আসছেন হাজার হাজার মানুষ৷

কাসেল শহরের বাসিন্দা এবং ডকুমেন্টা'য় প্রদর্শক হিসেবে কর্মরত উলরিকে ওর্টভাইন জানালেন, ‘‘এবার ডকুমেন্টা যতটা আন্তর্জাতিক মান এবং বিশালাকার ধারণ করেছে, এমনটি আগে কখনই হয়নি৷ এ বছর ৫০টিরও বেশি দেশ থেকে ১৮০ জন শিল্পী তাঁদের খুব উঁচুমানের শিল্পকর্ম নিয়ে কাসেল'এ হাজির হয়েছেন৷ এমনকি তাঁদের অনেকেই শুধুমাত্র ডকুমেন্টা'র জন্যই তাঁদের বিশেষ শিল্পকর্ম তৈরি করেছেন এবং তাঁরা কাসেল শহরের ইতিহাসের সাথে নিজেদের জড়িয়ে ফেলেছেন৷''

কোলন শহর থেকে কাসেল ছুটে গেছেন ফ্রাও ম্যুলার৷ পেশায় চিকিৎসা সহকারী হলেও সেই ১৯৫৫ সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ডকুমেন্টা'র আসরে হাজির হয়েছেন তিনি৷ এবারের শিল্পকর্মগুলোর মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের কাজ সম্পর্কে ম্যুলার বলেন, ‘‘হুগেনটেনহাউস'এ থাকা এক শিল্পীর কাজ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে৷ তিনি খুব ছোট ছোট অনেকগুলো চিত্রকর্ম তৈরি করেছেন যেগুলো আমরা বাড়িতেও সাজিয়ে রাখতে পারি৷ আমার খুব ইচ্ছে করছিল আমার বাড়ির জন্য নিয়ে যেতে৷ কিন্তু দুঃখের কথা হলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে না৷ শুধুই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে৷''

Autor: Ahm Abdul Hai Titel 1 : Bücher Regal und auch Bücher aus Holz in Documenta Kassel, Deutschland Bildunterschrift:  Bücher Regal aus Holz in Documenta Kassel, Deutschland Text:   Bücher Regal aus Holz in Documenta Kassel, Deutschland Datum: 08..08.2012 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle Stichwort: Bücher, Regal, Holz, Documenta, Kassel, Deutschland,
৫০টিরও বেশি দেশ থেকে ১৮০ জন শিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে কাসেল’এ হাজির হয়েছেনছবি: DW/Ahm Abdul Hai

জার্মানির ড্যুসেলডর্ফ শহরে নাট্যদলের সাথে অভিনয় করেন হেলমুট ভাগনার৷ তিনি এ বছর দ্বিতীয়বারের মতো ডকুমেন্টা'য় এসেছেন৷ তাঁর মতে, ‘‘কাসেল ট্রেন স্টেশনের প্রদর্শনী কক্ষে থাকা দক্ষিণ আফ্রিকার শিল্পী উইলিয়াম কেন্ট্রিজ'এর ‘কালের অস্বীকৃতি' শীর্ষক কাজ বেশি ভালো লেগেছে৷ এছাড়া সেখানেই রয়েছে ক্যানাডিয়ান শিল্পী জ্যানেট কার্ডিফ ও জর্জ বিয়র্স মিলার'এর ভিডিও কাজ৷ সেগুলোও আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে৷'' আগের ডকুমেন্টা'র সাথে তুলনা করে তিনি বলেন, ‘‘এবারের প্রদর্শনী বেশ জীবন্ত৷ আগের বারের মতো খুব বেশি বুদ্ধিবৃত্তিক কাজে ঠাসা নয় বরং একেবারে সাধারণমানের জীবন চক্রের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে৷ এছাড়া কিছু বিষয়ের বাস্তব রূপ উপস্থাপন করা হয়েছে যেগুলো আমি খুব পছন্দ করি৷''

Autor: Ahm Abdul Hai Titel 2 : Tour-Führerin Ulrike Ortwein in Documenta Kassel, Deutschland Bildunterschrift:  Tour-Führerin Ulrike Ortwein in Documenta Kassel, Deutschland Text:   Tour-Führerin Ulrike Ortwein in Documenta Kassel, Deutschland Datum: 08..08.2012 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle Stichwort: Bücher, Regal, Holz, Documenta, Kassel, Deutschland, Ulrike, Ortwein,
উলরিকে ওর্টভাইনছবি: DW/Ahm Abdul Hai

নেদারল্যান্ডস'এর আমস্টার্ডাম শহর থেকে এবার তৃতীয়বারের মতো ডকুমেন্টা দেখতে আসা এক স্থপতির অভিব্যক্তি, ‘‘পাঁচ বছর পরপর এ রকম একটি প্রদর্শনী সত্যি খুব চমৎকার এবং প্রতিবারেই দেখা যায় নানা নতুনত্ব ও ভিন্নতা৷ বিশেষ করে আফগানিস্তানসহ বিভিন্ন দেশের শিল্পকর্ম নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হচ্ছে৷ আর ফ্রিডেরিসিয়ানুম জাদুঘরের পাশের ‘অটোনিয়ুম' নামের জাদুঘরটিতে থাকা শিল্পকর্মগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে৷ কারণ সেখানে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে৷ অবশ্য সেগুলো আদৌ শিল্প কিনা তা নিয়েও বিতর্ক হতে পারে৷ কিন্তু শিল্পকর্ম নিয়ে গবেষণার ধারাটিই বেশি গুরুত্বপূর্ণ৷''

Autor: Ahm Abdul Hai Titel 3 : Bangladeschi Student Ahmed Lutful Kabir in Documenta Kassel, Deutschland Bildunterschrift:  Bangladeschi Student Ahmed Lutful Kabir in Documenta Kassel, Deutschland Text:   Bangladeschi Student Ahmed Lutful Kabir in Documenta Kassel, Deutschland Datum: 08..08.2012 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle Stichwort: Bücher, Regal, Holz, Documenta, Kassel, Deutschland, Ahmed, Lutful, Kabir,
আহমেদ লুতফুল কবীরছবি: DW/Ahm Abdul Hai

কাসেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ প্রকৌশল বিষয়ে এমএ করছেন বাংলাদেশি ছাত্র আহমেদ লুতফুল কবীর৷ কাসেল শহরে এমন আন্তর্জাতিক মানের এবং বিশাল পরিসরে আয়োজিত শিল্প প্রদর্শনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে উল্লেখ করেন কবীর৷ তিনি জানান, ডকুমেন্টা'য় শিল্পের যে প্রকাশভঙ্গি তার বিরোধিতা করে কিছু কিছু প্রতিবাদও হয়েছে এখানে৷ কিন্তু তবুও এটি কাসেল শহরের একটি গৌরবময় ঘটনা৷ তাঁর ভাষায়, ‘‘এই ছোট্ট শহরটিতে জার্মান প্রেসিডেন্ট হয়তো কখনই আসতেন না৷ কিন্তু এই প্রদর্শনী উপলক্ষ্যে প্রেসিডেন্টসহ সবাইকে ছুটে আসতে হয়৷ আর আমরা এখানে পড়তে এসে জার্মানির এত বড় একটি চিত্রকলা ও শিল্প মেলার অভিজ্ঞতা লাভ এবং তাদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি - এটা আসলে অনেক বড় ব্যাপার৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য