1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে প্রমোদতরী দুর্ঘটনা: আরও পাঁচটি মৃতদেহ ঊদ্ধার

১৭ জানুয়ারি ২০১২

ইটালিতে দুর্ঘটনায় পড়া প্রমোদতরী থেকে নিখোঁজ যাত্রী ঊদ্ধারের কাজ চলছে৷ মঙ্গলবার আরও পাঁচজনের মৃতদেহ ঊদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ ফলে এখন নিহতের সংখ্যা ১১৷

https://p.dw.com/p/13kvt
দুর্ঘটনায় কোস্টা কনকোর্ডিয়াছবি: REUTERS

ঊদ্ধারকাজের সর্বশেষ

সোমবারের চেয়ে আজ মঙ্গলবারের আবহাওয়া কিছুটা ভাল থাকায় ঊদ্ধার তৎপরতা চলছে পুরোদমে৷ ঊদ্ধারকর্মীদের সুবিধার্থে কোস্টা কনকোর্ডিয়া নামের ঐ বিশালাকার জাহাজটির একটি অংশে বিস্ফোরণের ফলে ফুটোর সৃষ্টি করা হয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে, এখনো ২৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন৷ এর মধ্যে ১৪ জন জার্মান নাগরিক রয়েছেন৷ এছাড়া একজন ভারতীয় রয়েছেন বলেও খবর বেরিয়েছে৷ ইটালির একটি পত্রিকা এক জার্মান নাগরিকের মৃতদেহ ঊদ্ধারের খবর দিলেও জার্মানির পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি৷

পরিবেশ দূষণের আশঙ্কা

Schiffsunglück Costa Concordia
ছবি: REUTERS

ঊদ্ধারকর্মীদের এক মুখপাত্র বলছেন, সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম৷ কারণ জাহাজটি স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ তিনি বলছেন কোস্টা কনকোর্ডিয়া কোনো তেলের ট্যাঙ্কার নয়৷ তবে তারপরও তারা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন৷ তেল পড়লেও সেটা শুষে নেয়ার মতো ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে৷ এদিকে হল্যাণ্ডের একটি কোম্পানি জাহাজ থেকে পাম্প করে তেল বের করে নেয়ার কাজ করবে বলে জানিয়েছে৷ এজন্য তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে৷ এভাবে তেল বের করতে তিন সপ্তাহ লেগে যেতে পারে বলে জানা গেছে৷

ক্ষতিপূরণ মামলা

ফরাসি পর্যটকরা এমন হুমকি দেয়ার পর কোস্টা কনকোর্ডিয়ার ফ্রান্স শাখা সব ফরাসি যাত্রীদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে৷ দুর্ঘটনার সময় ঐ প্রমোদতরীতে প্রায় সাড়ে চারশো ফরাসি নাগরিক ছিলেন বলে জানা গেছে৷ এদিকে ইটালির ৭০ জন যাত্রীও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে কনজিউমার রাইটস এসোসিয়েশন ‘কোডাকোনস'৷ সংগঠনের প্রধান বলছেন তারা একেক যাত্রীর জন্য কমপক্ষে ১০ হাজার ইউরো ক্ষতিপূরণের আশা করছেন৷ ক্ষতিপূরণের দাবির মধ্যে রয়েছে, যাত্রীদের ছুটির সময় নষ্ট করা, দুর্ঘটনার কারণে ভয়ের তীব্রতা অনুভব এবং জীবনের ঝুঁকি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক