1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেভিড বেকহ্যাম

১ ডিসেম্বর ২০১২

দীর্ঘ সাড়ে পাঁচ বছর যুক্তরাষ্ট্রে সকার খেলে বেড়িয়েছেন৷ এবার ইউরোপে ফিরছেন আবারও ফুটবল খেলতে৷ কারণ বুট জোড়া তুলে রাখার আগে চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ নিতে চান ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম৷

https://p.dw.com/p/16u4B
President Barack Obama holds up a Los Angeles Galaxy soccer jersey as he stands with David Beckham, during a ceremony at the White House in Washington, Tuesday, May 15, 2012, where he honored the 2011 Major League Soccer champion, Galaxy. (Foto:Pablo Martinez Monsivais/AP/dapd).
ছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলকে বলা হয় সকার, কারণ এটি নাকি মেয়েদের খেলা৷ অন্তত বহু মার্কিনিদের তাই ধারণা৷ তবে গত পাঁচ বছরে সেই সকারই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে গোটা মার্কিন মুলুকে৷ তার পেছনের ব্যক্তিটি এই বেকহ্যাম৷ ফুটবলার হিসেবে যতটা খ্যাতি কামিয়েছেন, একজন খেলোয়াড় হিসেবে তার চেয়েও নিজেকে বেশি পরিচিত করে তুলেছেন ইংরেজ বেকহ্যাম৷ তাঁর সেলিব্রিটি পরিচয় যুক্তরাষ্ট্রে ফুটবলকে পরিচিত করে তুলেছে, পাশাপাশি লস এঞ্জেলেস গ্যালাক্সিতে পাঁচ বছরের বেশি সময় ধরে ভালো ফুটবলের নমুনা তুলে ধরেছেন৷ এবার ফেরার পালা, গ্যালাক্সির হয়ে শনিবারের ম্যাচটিই তাঁর শেষ ম্যাচ৷

Fußball, UEFA-Cup, 1/16-Finale, Hinspiel, Werder Bremen gegen den AC Mailand am Mittwoch (18.02.2009) im Weser Stadion in Bremen. David Beckham vom AC Mailand nach dem Spiel auf den Weg in die Kabine. Das Spiel endete 1:1-Unentschieden. Foto: Carmen Jaspersen dpa +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

এরপর বেকহ্যাম ফিরছেন ইটালির এসি মিলান ক্লাবে৷ ম্যান ইউতে প্রায় সারা জীবন খেলেছেন, রেয়াল মাদ্রিদেরও অন্যতম তারকা ছিলেন, বাকি ছিলো ইটালি৷ এবার সেটিই পূরণ হতে যাচ্ছে তাঁর৷ এসি মিলানের মতো ঐতিহ্যবাহী জায়ান্ট ক্লাবে খেলবেন ডেভিড বেকহ্যাম৷ আর চ্যাম্পিয়ন্স লিগের সেই পুরনো স্বাদটাও পেতে চান তিনি৷ বেকহ্যাম বলেন, ‘‘এসি মিলানের হয়ে চ্যম্পিয়ন্স লিগে খেলার কথা ভাবতে আমার সবসময়ই ভালো লাগে৷''

দেখতে দেখতে বয়স এখন ৩৭ হয়েছে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের৷ একসময়ের সতীর্থ পল স্কোল্স এবং রায়ান গিগস এখনও খেলে বেড়াচ্ছেন৷ সেটা দেখে নিজেও অনুপ্রেরণা পান বেকহ্যাম৷ তাই জানিয়েছেন, যতদিন পা দুটি সাড়া দেবে ততদিন খেলে যেতে চান৷ তবে অবসরের পর কোচ নয় কোন দলের মালিকানার অংশ হয়ে থাকার প্রতি আগ্রহ তাঁর৷ তিনি বলেন, ‘‘আমি খেলা এবং কোচিং দুটিই পছন্দ করি৷ তবে আমি বরং কোন ক্লাবের মালিকই হবো৷'' খেলোয়াড়ি জীবনের আয় থেকে ইতিমধ্যেই ২৬ কোটি ডলারের মালিক হয়েছেন ডেভিড বেকহাম৷

আরআই/এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য