1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ছাত্র আন্দোলন

সঞ্জীব বর্মন৭ মে ২০০৮

১৯৬৮ - বছরটি ইউরোপে ছাত্র আন্দোলনের কারণে স্মরণীয় হয়ে রয়েছে৷ ৪০ বছর আগের এই আন্দোলনের প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য প্রান্তেও৷

https://p.dw.com/p/Dw4q
সেদিনের ছাত্র নেতা ডানিয়েল কোন-বেন্ডিটছবি: AP

অতীতের বোঝা কাঁধ থেকে নামিয়ে সমাজের আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বেশ কিছু তরুণ-তরুণী৷ তখন ভিয়েতনাম যুদ্ধ চলছে৷ রক্ষণশীল ভাবধারা ও কড়া নিয়মের বেড়াজালে বাঁধা শিক্ষা-ব্যবস্থা ভেঙে দিতে, ঔপনিবেশিকতার দম্ভ চূর্ণ করতে জেগে উঠেছিল ইউরোপের কিছু দেশের ছাত্র-ছাত্রীরা৷ বিশেষ করে ফ্রান্সে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে৷

ষাটের দশকে ফ্রান্সে কমিউনিস্ট পার্টি ও কমিউনিস্ট শ্রমিক সংগঠন যথেষ্ট শক্তিশালী ছিল৷ ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বাম-সমাজতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল৷ ১৯৬৮ সালের মে মাসে - নঁত্যার্ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সক্রিয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে৷ রাজপথ তখন পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে৷

সেই সময় জাঁদরেল ছাত্র নেতা ছিলেন ডানিয়েল কোন-বেন্ডিট৷ পরে তিনি জার্মানির সবুজ দলের নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হন৷

বিশ্বের অনেক অন্য প্রান্তের মত ৪০ বছর আগে পশ্চিমবঙ্গেও মাথা চাড়া দিয়েছিল নকশালবাড়ি আন্দোলন৷ সেই সময়ে অনেক ছাত্রছাত্রী সমাজ পরিবর্তনের তাগিদ অনুভব করে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আন্দোলনে৷ আজ তাঁরা কী ভাবছেন? কলকাতার সাংবাদিক রাজশ্রী দাশগুপ্ত, - যিনি নারী আন্দোলন ও শান্তি আন্দোলনের সঙ্গেও যুক্ত - আজকের প্রেক্ষাপটে সেই সময়ের বিশ্লেষণ করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান