1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্র

১৮ সেপ্টেম্বর ২০১৪

ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্রটি এখন জার্মানিতে৷ জার্মানির অর্থমন্ত্রী জিগমার গাব্রিয়েল এটির উদ্বোধন করেন৷ ৬০ লক্ষ ইউরো ব্যয়ে তৈরি করা এই বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্র বিদ্যুতের অপচয় রোধে বড় ভূমিকা রাখবে৷

https://p.dw.com/p/1DE2F
Symbolbild Verbraucher Strom Preis Stecker und Steckdose
প্রতীকী ছবিছবি: AP

মেকলেনবুর্গ-ফোরপমার্ন রাজ্যের শোয়েরিন শহরে সদ্য তৈরি করা বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্রটি চলবে ২৫ হাজার লিথিয়াম-আয়ন ব্যাটারির সহায়তায়৷ প্রচুর অর্থ ব্যয় করা হলেও কেন্দ্রটি খুব বেশি বড় নয়, ছোটখাট একটা স্কুল ঘরের আকারের৷ জার্মানিতে বাতাস আর সূর্যের আলোকে কাজে লাগিয়ে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা হয়৷ কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় উৎপাদিত বিদ্যুৎ সবসময় যথাযথভাবে ব্যবহার করা যায়না৷ জার্মানির উত্তরের রাজ্য মেকলেনবুর্গ-ফোরপমার্নে এই সমস্যা দূর করতেই শোয়েরিনে গড়ে তোলা হয়েছে ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্র৷

দেশের মোট চাহিদার শতকরা অন্তত ২৫ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে জার্মানি৷ এর মাত্রা ক্রমান্বয়ে বাড়িয়ে ২০৩৫ সাল নাগাদ শতকরা ৫৫ থেকে ৬০ ভাগ করতে চায় দেশটি৷ বিদ্যুৎ সংরক্ষণের সুব্যবস্থার অভাব এ লক্ষ্য পূরণের পথে বড় এক বাধা৷ শোয়েরিনের কেন্দ্রটি মেকলেনবুর্গ-ফোরপমার্ন রাজ্যে এ সমস্যা সমাধানে ভূমিকা রাখবে৷

২০১৩ সালে এ রাজ্যে বাতাস থেকে ( মূলত উইন্ড পার্কের মাধ্যমে) তৈরি বিদ্যুতের শতকরা মোট ৮০ ভাগ কাজে লাগানো সম্ভব হয়েছিল৷ নবনির্মিত সংরক্ষণ কেন্দ্রটির কারণে এ বছর উৎপাদিত বিদ্যুতের পুরোটাই কাজে লাগানো যাবে বলে আশা করা হচ্ছে৷

এসিবি/এসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য