1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট জের্জি বুসেক

১৪ জুলাই ২০০৯

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের জের্জি বুসেক৷ মঙ্গলবারের নির্বাচনে সুইডিশ প্রতিপক্ষকে বিরাট ব্যবধানে হারিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/IpGX
জের্জি বুসেকছবি: AP

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জের্জি বুসেকের নির্বাচনে জেতাটা অপ্রত্যাশিত কিছু নয়৷ সামাজিক গণতন্ত্রী, রক্ষণশীল এবং উদারপন্থী --- পার্লামেন্টের এই তিনটি গ্রুপ আগেই জানিয়ে দিয়েছিল এবার ৩০ মাসের জন্য তারা বুসেককেই নির্বাচিত করবেন৷ ভোটের ফলাফলেও তার প্রতিফলন দেখা গেছে৷ ৭১৩ ভোটের মধ্যে ওই তিন গ্রুপের ৫৩৩টিসহ ৫৫৫ ভোট পেয়ে জিতে গেছেন বুসেক৷ তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সুইডেনের পরিবেশবিদ ও বামপন্থী রাজনীতিক এফা-ব্রিট সোয়েনজন পেয়েছেন মাত্র ৮৯ ভোট৷ ইউরোপীয় পার্লামেন্ট এবারই প্রথম সাবেক সমাজতান্ত্রিক বিশ্বের কোনো দেশ থেকে প্রেসিডেন্ট অর্থাৎ স্পিকার নির্বাচন করলো৷

নির্বাচনের পর জের্জি বুসেককে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক গণতন্ত্রী অংশের নেতা মার্টিন শুলৎস বলেন, ‘বার্লিন দেয়ালের পতনের ২০ বছর পর পোল্যান্ডের একজনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা আসলে একতাবদ্ধ ইউরোপেরই প্রতীকি প্রকাশ৷' সবুজ দলের রেবেকা হার্মস্ শুলৎস-এর এই বক্তব্যকে সমর্থন করেন, পাশাপাশি এ-ও বলেন যে তাঁদের আশা, নতুন প্রেসিডেন্ট পরবর্তী আড়াই বছরে পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে একটা শক্ত সেতুবন্ধ তৈরি করবেন৷

ভোটের ফলাফল ঘোষণা করেন বিদায়ী প্রেসিডেন্ট, জার্মান খ্রিস্টিয় গণতন্ত্রী দলের বিশিষ্ট রাজনীতিক হান্স-গ্যার্ট প্যোয়েটারিং৷ পার্লামেন্ট সদস্যরা তুমুল করতালি দিয়ে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান৷ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জের্জি বুসেক বলেন, আমাকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ৷ আমার জন্য এটা বিশাল এক চ্যালেঞ্জ, একই সাথে বড় রকমের সম্মানও৷আমার প্রতি আপনারা আস্থা দেখিয়েছেন৷ আপনারা যাতে হতাশ না হন তার জন্য আমি সবকিছুই করব৷ যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরকেও আমার পক্ষে আনার চেষ্টা করব৷

জের্জি বুসেক আরো বলেন, আগামী ৫ বছরে ইউরোপীয় পার্লামেন্টের উচিত প্রতিষ্ঠিত শক্তি যুক্তরাষ্ট্র এবং উদীয়মান শক্তি ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া৷ এছাড়া লিসবন চুক্তি কার্যকর করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি৷

বুসেক দায়িত্বে থাকবেন ৩০ মাস, ৫ বছর মেয়াদের বাকি সময়ের দায়িত্ব পেতে পারেন জার্মানির সামাজিক গণতন্ত্রী রাজনীতিক মার্টিন শুলৎস৷

প্রতিবেদক : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক