1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের অর্থনীতি

১৮ ডিসেম্বর ২০১৩

ইউরোজোনের জন্য একটা ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করছেন ইইউ অর্থমন্ত্রীরা৷ বুধবার তারা আবারও বৈঠকে বসছেন৷ তাঁদের একটা বিষয়ে অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি৷

https://p.dw.com/p/1AbWr
Mario Draghi EZB Ratssitzung in Paris 02.10.2013
ছবি: picture alliance/AP Photo

দ্রাগি বুধবারের মধ্যেই একটা তহবিল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইইউ মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ইউরোজোনের দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করতে ‘সিঙ্গেল রেজ্যুলিউশন ফাণ্ড' নামের এই তহবিল গঠন করা হবে৷ এতে অর্থ জোগান দেবে ইউরোপের ব্যাংকগুলো৷ ফলে ভবিষ্যতে ব্যাংক বাঁচাতে আর করদাতাদের পকেটে হাত দিতে হবে না৷

তবে ইসিবি প্রেসিডেন্ট মারিও দ্রাগি তহবিলের ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারছেন না৷ এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে দ্রাগির মনে হয়েছে, সম্ভাব্য তহবিলে অর্থের পরিমাণটা হয়তো বেশি নাও হতে পারে৷

এদিকে বুধবারের মধ্যে তহবিল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না হলে অনেক দেরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ কারণ আগামী বছরের শুরুতে ইউরোজোনের কয়েকটি দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে৷

EU-Finanzministertreffen Vilnius 13.09.2013
ইইউ অর্থমন্ত্রীরা (সেপ্টেম্বরে তোলা ছবি)ছবি: picture-alliance/dpa

ইইউ-অ্যামেরিকা বাণিজ্য আলোচনা

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘মুক্ত-বাণিজ্য চুক্তি' সই নিয়ে কথাবার্তা হচ্ছে৷ সোমবার থেকে এ বিষয়ক তৃতীয় রাউন্ডের আলোচনা শুরু হয়েছে৷ আগামী বছরের শুরুতে দুপক্ষের ট্রেড কমিশনারের মধ্যে যে আলোচনা হওয়ার কথা রয়েছে, তার বিষয়বস্তু ঠিক করা হবে এবারের আলোচনায়৷ ধারণা করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই চূড়ান্ত আলোচনা শেষ হতে পারে৷ কিংবা ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্তও সময় লেগে যেতে পারে৷

সুখবর

চলতি সপ্তাহের শুরুতে ইউরোজোন সংক্রান্ত একটি সুখবর পাওয়া গেছে৷ এক জরিপে দেখা গেছে, ইউরোপের ছোট কিংবা বড় সব ধরনের কোম্পানিরই আর্থিক কর্মকাণ্ড বেড়ে গেছে৷ ইউরোজোনের ১৭টি দেশের উপর এই জরিপটি চালানো হয়েছে৷ জরিপ বলছে, গত তিনমাসের মধ্যে এই প্রথম কোম্পানিগুলোর আর্থিক কর্মকাণ্ড বাড়ার খবর পাওয়া গেছে৷

জেডএইচ/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য