1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইইউর সিদ্ধান্ত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নয়’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ ডিসেম্বর ২০১৩

দশম সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তকে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন না নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন নির্বাচনে তাদের সরাসরি কোনো ভূমিকা নেই৷

https://p.dw.com/p/1AeTf
ছবি: DW

তবে নির্বাচন বিশেষজ্ঞরা ইইউর সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন৷ তাঁরা মনে করেন এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে৷

ইইউ পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কারণ হিসেবে বলেছে, ‘‘রাজনৈতিক দলগুলো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে৷'' তবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হলে সিদ্ধান্ত বদলাতেও পারে ইইউ৷

এর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশে এখন যে রাজনৈতিক সংকট চলছে তার সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পৃক্ততা নেই৷ নির্বাচন কমিশন সংবিধান অনুয়ায়ী নির্বাচনের আয়োজন করেছে৷ তিনি বলেন নির্বাচনের সঙ্গে ইইউ কেন, কোনো পর্যবেক্ষকই সরাসরি সম্পৃক্ত নন৷ সুতরাং ইইউ পর্যবেক্ষক না পাঠালে তা তাদের নিজস্ব ব্যাপার৷ তাদের এই সিদ্ধান্ত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন তিনি৷

শাহনেওয়াজ বলেন ইইউ পর্যবেক্ষকরা আসলে তারা নির্বাচন নিয়ে মতামত দিতে পারতেন৷ সংশ্লিষ্টরা সেই মতামত থেকে বঞ্চিত হবেন মাত্র৷

Catherine Ashton Belgien Brüssel
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনছবি: picture-alliance/dpa

নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচন হচ্ছে একপাক্ষিক৷ অর্ধেকের বেশি আসনেই নির্বাচন হবে না৷ তাই এই নির্বাচন পর্যক্ষেণের কিছু নেই৷ পর্যবেক্ষণ করে যে তথ্য পাওয়া যাবে তা এমনিতেই বোঝা যায়৷ তাই ইইউ পর্যবেক্ষক পাঠিয়ে কি করবে? তিনি বলেন নির্বাচনে যদি প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিত তাহলে পর্যবেক্ষণের প্রশ্ন আসত৷

এদিকে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে৷ তারা অব্যাহত সহিংসতা এবং প্রধান বিরোধী দলসহ সবদলের অংশগ্রহণ না করাকে বিবেচনায় নিয়েছে৷ অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ তাই নির্বাচনও হচ্ছে আংশিক৷ ইইউ'র নির্বাচন পর্যবেক্ষণের খরচ আসে সেখানকার জনগণের করের টাকায়৷ তাই এমন একটি একপাক্ষিক ও গুরুত্বহীন নির্বাচনে তারা জনগণের করের টাকা খরচ করবেন না, সেটাই স্বাভাবিক৷

অধ্যাপক নাজমুল আহসান জানান নির্বাচন নিয়ে জানিপপ-এর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ চলছে৷ তবে স্বল্পমেয়াদে, মানে নির্বাচনের দিন তারা পর্যবেক্ষণ করবেন কিনা, সে সিদ্ধান্ত এখনো তারা নেননি৷

অন্যদিকে ইইউ'র পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ শনিবার তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘‘শুধুই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে, কি হচ্ছে না; বিদেশিরা নয়৷ আমাদের বিজয় দিবস বয়কট করে যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ইইউকে ধিক্কার জানাই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য