1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ড টিমের খেলা ‘ব্রিলিয়ান্ট’ - ডেভিড ক্যামেরন

২৯ ডিসেম্বর ২০১০

২৪ বছরের ব্যর্থতার বৃত্ত ভেঙে প্রথমবারের মত নিজ দেশে অ্যাশেজ কাপ ছিনিয়ে আনল ইংল্যান্ড৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় অর্ধ শতক আগে শেষ বিজয় মাইক গেটিং’এর টিমের৷ সারা ইংল্যান্ড আনন্দে আত্মহারা৷

https://p.dw.com/p/zr4j
David Cameron
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনছবি: dpa

অস্ট্রেলিয়া তার নিজের মাঠেই চতুর্থ টেস্টে ইংল্যান্ডের রানের তোড়ে একেবারে ধরাশায়ী হল৷ ১৫৭ রানে ইনিংস ডিফিট৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনের সকালে লাঞ্চের আগে বেন হিলফেনহাউজ'ই শেষ ব্যাটসম্যান৷ কটআউট হয়ে যান তিনি৷ অস্ট্রেলিয়া ২৫৮ রানে অল আউট৷ ইংল্যান্ড তার জবাব দেয় ৫১৩ রান করে৷

খুব সময় লাগেনি খেলা শেষ হতে৷ দুপুরের আগেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায়৷ ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যান্ড্রু স্ট্রাউস গর্বের সঙ্গেই হাতে নেবেন অ্যাশেজ কাপ৷ ইংল্যান্ডের ক্যাপ্টেন বলেন, ইংল্যান্ডের অ্যাশেজ জেতা মানে ‘হলি গ্রেইল' অর্থাৎ যিশুখ্রিষ্টের ব্যবহৃত পবিত্র পাত্র হাতে পাওয়া৷ উচ্ছ্বাসের সঙ্গে তিনি জানান, আমরা ছাই-ভস্ম জিতিনি, কিন্তু কাপটা ঠিকই জিতেছি৷ আর এই কাপ জেতাই ছিল আমাদের মূল লক্ষ্য৷ উল্লেখ্য, এই অ্যাশেজ কাপের ভিতরে আছে নাকি একটি পোড়া ক্রিকেট বল৷ খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইংল্যান্ড দলকে তাদের দুর্দান্ত খেলার জন্য অভিনন্দন জানিয়েছেন৷

Ricky Ponting
হারের পরও ক্যাপ্টেনসি ধরে রাখার চেষ্টা করবেন রিকি পন্টিংছবি: AP

দলের খেলোয়াড়দের প্রশংসা করে ইংল্যান্ডের ক্যাপ্টেন বলেন, এসব খেলোয়াড়দের যা প্রাপ্য তা তারা পয়েছে৷ কঠিন পরিশ্রম সুফল বয়ে এনেছে৷ খেলার মাঠে, মাঠের বাইরে সবসময়ই আমরা নিজেদের সতর্ক রেখেছি৷ ভালো খেলবো, খেলতে হবে – এই ধরণের এক প্রস্তুতি সবার মাঝেই কাজ করছিল৷

আর অস্ট্রেলিয়া কী ভাবছে ? ক্যাপ্টেন রিকি পন্টিং বোধ হয় আগে থেকেই জানতেন খেলা কোন দিকে মোড় নিতে নিতে যাচ্ছে৷ তিনি কষ্ট পাচ্ছেন বোঝাই যাচ্ছে৷ আর যাই হোক নিজেদের মাঠে হেরে যাওয়া বলে কথা! ২০০৫ সালেও একটি ট্যুরে তিনি পরাজয় মেনে নিয়েছিলেন৷ তিনি জানান, আমি আশা করছি, ‘তিন বার অ্যাশেজ হেরেছি' এইভাবে আমাকে কেউ মনে রাখবে না৷ এই খেলার ফলাফলে আমি কোন অবস্থাতেই গর্ব বোধ করছি না৷ রিকি পন্টিং কী এরপরও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন থাকবেন? হ্যাঁ, থাকবেন৷ তিনি চেষ্টা করবেন দলের ক্যাপ্টেনসি ধরে রাখার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক