1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ বাছাই

১৩ অক্টোবর ২০১২

বিশ্বকাপ ফুটবলের জন্য বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে জার্মান শিবিরে স্বস্তির নিশ্বাস৷ গত জুনে ইউরো আসরে সেমি-ফাইনালে হারের পর থেকে চাপের মুখে ছিল তারা৷ সেই অবস্থা থেকে যেন ঘুরে দাঁড়িয়েছে ল্যোভের দল৷

https://p.dw.com/p/16PW6
Germany's Marco Reus (L) in action next to his team mate Miroslav Klose (C) and Ireland's Seamus Coleman (R) during the FIFA World Cup 2014 qualifying soccer match between Ireland and Germany at Aviva stadium in Dublin, Ireland, 12 October 2012. Photo: Federico Gambarini/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সম্ভাবনাময় জার্মান জাতীয় দলের তারকাদের উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে ব্যর্থতার জন্য বেশ কিছুদিন থেকেই সমালোচনা হজম করতে হচ্ছে কোচ ইওয়াখিম ল্যোভকে৷ বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট উলি হ্যোয়েনেসও ল্যোভের সমালোচনা করেছেন এই বলে যে, ল্যোভ খেলোয়াড়দের প্রতি অতিমাত্রায় নরম৷ এছাড়া মধ্যমাঠের খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইন্সটাইগারও মনে করেন আগামী ধাপে ভালো করতে হলে দলের মনোবল আরো বাড়াতে হবে৷

এ অবস্থায় ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য বাছাই পর্বের খেলায় টানা তৃতীয় জয় ল্যোভের ছেলেদের দলীয় অবস্থান আরো মজবুত করেছে এবং দু'দিন পরে সুইডেনের বিরুদ্ধেও জয়ের স্বপ্ন দেখছে তারা৷ আয়ারল্যান্ডকে হারানোর পর কোচ ল্যোভের মন্তব্য, ‘‘আমরা জানতাম যে, আমাদের মনোযোগ লক্ষ্যের দিকে নিবিষ্ট করতে হবে এবং মাঠেই প্রকাশিত হবে আসল সত্য ও সাফল্য৷ আমাদের আরো একটি খেলা রয়েছে সুইডেনের বিরুদ্ধে৷ এই খেলায় জয়ের মধ্য দিয়ে ১২ পয়েন্ট নিয়ে বছর শেষ করতে পারলে তা হবে বেশ বড় অর্জন৷''

DUBLIN, IRELAND - OCTOBER 12: Toni Kroos of Germany scores the fifth goal during the FIFA 2014 World Cup Qualifier Group C match between Republic of Ireland and Germany at the Aviva Stadium on October 12, 2012 in Dublin, Ireland. (Photo by Alex Livesey/Getty Images)
দলের পক্ষে পঞ্চম গোলটি করছেন জার্মানির টোনি ক্রুসছবি: Getty Images

শুক্রবারের খেলায় জার্মানদের এগিয়ে দিয়েছে মারসেল শ্মেলৎসার এবং মিরোস্লাভ ক্লোজে৷ শ্মেলৎসার প্রথম গোলের জন্য বেশ চমৎকারভাবে বল তুলে দেন৷ আর ক্লোজে আন্তর্জাতিক আসরে তাঁর ৬৫তম গোল করেছেন শুক্রবার৷ তবে এর আগ পর্যন্তও সমালোচনার মুখে পড়তে হয়েছে বোরুসিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার শ্মেলৎসারকে৷

অবশ্য শুক্রবার মাঠে তাঁর নৈপুণ্য দেখার পর কোচ ল্যোভের সুর কিছুটা পাল্টেছে৷ ল্যোভ শ্মেলৎসার সম্পর্কে বলেন, ‘‘হয়তো আমি কিছুটা ভুল বুঝেছিলাম৷ তবে আমি বলেছিলাম যে, তাঁর আরো ভালো করার সুযোগ রয়েছে৷ আমরা তাঁর সামর্থ্যের উপর বিশ্বাস করি বলেই তিনি আজকে এখানে রয়েছেন৷ তবে তাঁকে পরের ধাপেও উন্নতি করতে হবে৷ আর আমরা তাঁর কাছ থেকে প্রত্যাশিত ফলাফল পেতে তাঁকে সহায়তা করতে চাই৷''

যাহোক, এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি ১৬ই অক্টোবরের বার্লিন ম্যাচের দিকে৷ কারণ বাছাই পর্বে জার্মানির বিরুদ্ধে লড়তে পূর্ণ প্রস্তুতি নিয়ে বার্লিন আসছে সুইডেন৷

এএইচ / আরআই (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য