1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়লা-কে নিয়ে রাজনীতিতে মেতেছে পশ্চিমবঙ্গ

২৬ মে ২০০৯

লোকসভা ভোটের সময় পরিবর্তনের হাওয়া ওঠে পশ্চিমবঙ্গে৷ এবার আর হাওয়া নয়, ঘূর্নিঝড়ে সওয়ার হয়ে রাজনৈতিক মাইলেজ পেতে চাইছেন সদ্য রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বুদ্ধদেবের সরকারও ভাঙা নৌকার পালে পেতে চাইছেন এ হাওয়াকে৷

https://p.dw.com/p/HxLw
আয়লার প্রকোপে কলকাতায় সেই চির পরিচিত ছবি : হাঁটু জল সবদিকেছবি: picture-alliance/ dpa

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর আগে কখনো রাজ্যের কোন ব্যাপারে সাংবাদিকদের এতো প্রশ্নের উত্তর দিয়েছেন বলে মনে পড়ে না৷ এবং মুখ্যমন্ত্রীসুলভ কর্তৃত্বের জায়গা থেকে নয়, বুদ্ধবাবুকে এদিন দেখা গেল ঘূর্নিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে রীতিমত আলোচনায় যোগ দিতে৷ জানালেন, মঙ্গলবারই তিনি বেরিয়ে পড়ছেন দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি খতিয়ে দেখতে৷ আর অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত যাচ্ছেন উত্তর ২৪ পরগণায়৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও এদিন দলীয় কর্মী-সমর্থকদের ঝড় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন৷ এছাড়া, মহাকরণে এবং কলকাতা পুরসভায় সারাদিন ধরেই দফায় দফায় বৈঠক হয়েছে৷ মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বিকেলে ঝড়-জল একটু কমতেই বেরিয়ে পড়েছিলেন শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে৷

এঁদের এই তৎপরতার কারণ একজনই৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সদ্য রেলমন্ত্রী হওয়া মমতা তাঁর মন্ত্রকের দায়িত্ব বুঝে নিতে সোমবার সন্ধেতেই দিল্লি যাবেন ঠিক ছিল৷ কিন্তু ঘূর্নিঝড়ের তাণ্ডব দেখে যাওয়া বাতিল করেন মমতা৷ তাঁর কালীঘাটের বাড়িতেই খোলা হয় সমান্তরাল কন্ট্রোল রুম৷ বিকেল থেকেই তিনি নেমে পড়েন শহরের রাস্তায়৷ তার আগেই ঘোষণা করেন, দিল্লি নয়, মঙ্গলবারও তিনি রাজ্যেই থাকবেন৷ দুপুরে কলকাতায় পূর্ব রেলের সদর দফতরে গিয়ে রেল মন্ত্রকের চার্জ বুঝে নেবেন৷ আর তারপর একটি বিশেষ ট্রেনে তিনি যাবেন কাকদ্বীপ পর্যন্ত, ঘূর্নিঝড় আক্রান্ত এলাকাগুলির অবস্থা স্বচক্ষে দেখতে৷

রাজ্য সরকার যে ডিজাস্টার ম্যানেজমেন্টে সম্পূর্ণ ব্যর্থ, সেকথা সোমবারই বলে দিয়েছেন মমতা৷ কিন্তু স্রেফ রাজ্যের বিরোধী নেত্রী নয়, তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী৷ কাজেই সকালেই তিনি ফোন করেন প্রনব মুখোপাধ্যায়কে৷ প্রনব ফোন করেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ এবং শেষ খবর, রাজ্যের ঘূর্নিঝড় পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় সেনা নামছে, মমতার উদ্যোগে৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: দেবারতি গুহ