1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু কর্মসূচি

২৭ ফেব্রুয়ারি ২০১৩

শেষ হলো ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের দু দিনের বৈঠক৷ বৈঠক থেকে অবশ্য বড় কোনো ঘোষণা আসেনি৷ আশার কথা একটাই আর তা হলো আবার বৈঠক হবে৷

https://p.dw.com/p/17mRB
ছবি: Reuters

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজাখস্তানের আলমাতিতে মঙ্গলবার শুরু হয়েছিল দুদিনের এ বৈঠক৷ প্রথম দিনে চার ঘন্টা আলোচনা হলেও বুধবার এই পর্ব শেষের ঘোষণা দিতে সময় লেগেছে মাত্র এক ঘন্টা৷ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স- এই ছয় দেশের সঙ্গে গত ৮ মাসের মধ্যে প্রথম এ বৈঠকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছিলো৷ ধারণা করা হচ্ছিলো পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন একটি প্রস্তাব রাখা হবে৷ ইরান যে তাতে সায় দেয়নি তা বোঝা গেছে আবার একই বিষয়ে বৈঠকে বসার ঘোষণায়৷

বুধবার কাজাখস্তানের আলমাতিতে বৈঠক শেষে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, আগামী ৫ ও ৬ এপ্রিল আবার ইরানের সঙ্গে দুদিনের এক বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স৷ বৈঠকটি হবে ইস্তাম্বুলে৷ গত বছরও ইস্তাম্বুলে এক বৈঠকে বসেছিল দু পক্ষ৷ এ ছাড়া মস্কো আর বাগদাদেও হয়েছিল আলোচনা৷ বলা বাহুল্য সেই তিনটি বৈঠকও ছিল নিস্ফলা৷

বুধবার আলমাতিতে দ্বিতীয় দিনের মতো রুদ্ধদ্বার বৈঠকে বসে দু পক্ষ৷ এক ঘন্টা পরই জানানো হয় বৈঠক এবারের মতো শেষ৷ প্রথম দিনের শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেছিলেন, বৈঠকের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে ইরানের ওপর, কারণ, ‘‘বল এখন ইরানের কোর্টে৷'' ইরান বলের দখল ছাড়লে, অর্থাৎ নিজেদের পরমাণু কর্মসূচি বিষয়ে অনড় অবস্থান থেকে সরে এলে বৈঠককে অনেকটাই সফল বলা যেতো৷ ছয় বিশ্বশক্তির পক্ষ থেকে তেমন দাবি করার সময় এখনো আসেনি৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য